ডিজিটাল বাকশাল কাকে বলে কত প্রকার কি কি? তা শিখুন..
লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ৩০ নভেম্বর, ২০১৫, ০৬:৩৭:৪০ সন্ধ্যা
একেই বলে মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্র এবং মানবাধিকার? অভিধানে আবার যেন নতুন করে লিখতে হবে।চেতনাবাজদের থেকে শিখতে হবে আবার নতুন করে সবকিছু।প্রেস ক্লাবকে ডাকাতির মাধ্যমে কুক্ষিগত করে স্বাধীন মত প্রকাশ করতে দেয়া হচ্ছে না। অনলাইনের জনপ্রিয় মাধ্যমগুলো বন্ধ করে ওরা কি আদায় করতে চায়? গণতন্ত্র অবরুদ্ধ, কন্ঠ স্তব্ধ, চলাচল সীমাবব্ধ-দেশ রক্তাক্ত। ওরে হায়েনার দল, দেশকে ধ্বংসের আর কি বাকী আছে। দাদাদের হাতে তুলে দিয়ে ক্ষান্ত হতে চাস? এইজন্যই কি দেশটা স্বাধীন হয়েছিল?
দৈনিক সংগ্রাম, নয়া দিগন্ত ও দিগন্ত টিভি ইউনিটকে ডিইউজে থেকে বহিষ্কার
জঙ্গিবাদ লালনকারী ও মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠন জামায়াত-শিবির পরিচালিত পত্রিকা দৈনিক সংগ্রাম, সাপ্তাহিক সোনার বাংলা, নয়াদিগন্ত ও দিগন্ত টেলিভিশনের ইউনিটকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার এক প্রেস বিজ্ঞপিতে এ কথা জানানো হয়।
রোববার জাতীয় প্রেস ক্লাবে ইউনিয়ন অফিসে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্বাহী পরিষদের সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, জামায়াত শিবির বর্তমানে জঙ্গিবাদ লালনকারী সংগঠন হিসেবে কাজ করছে। ইতোমধ্যে এরা জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অপচেষ্টায় লিপ্ত।
এ ছাড়া দৈনিক সংগ্রাম, সাপ্তাহিক সোনার বাংলা, নয়াদিগন্ত ও দিগন্ত টেলিভিশন মহান স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের দ্বারা পরিচালিত। এসব মিডিয়ায় চাকুরিরতরাও শিবিরের ক্যাডার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন মনে করে এদের ইউনিয়নে রাখা নীতি ও নৈতিকতা বিরোধী এবং স্বাধীনতার চেতনা বিরোধী।
..ভারত মাতাকে খুশি করতে এই সিদ্ধান্ত? তোদের ব্রাহ্মণ্যবাদী চেতনায় জুতা মার? দালাল কোথাকার?তোদের জন্মই ভারতে গোলামীর জন্য?

বিষয়: বিবিধ
১৪৮৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটার প্রয়োজন ছিল
আল্লাহতায়ালার এক অনন্য ব্যবস্থা যে-
মিশ্রিত অবস্থা থেকে সত্য ও মিথ্যাকে তিনি আলাদা করবেনই....
মন্তব্য করতে লগইন করুন