প্রকৃতিকে রক্ষা করবো না আমরা নির্মূল হবো??!
লিখেছেন লিখেছেন সূফি বরষণ ২৬ মে, ২০১৫, ০১:০৬:০০ রাত
প্রকৃতিকে রক্ষা করবো না আমরা
নির্মূল হবো??!
সূফি বরষণ
দক্ষিণ আফ্রিকায় একটি রূপকথার গল্পের
প্রচলন আছে, একবার দেশের সরকার
ও জনগণ সিদ্ধান্ত নিলো যে, আমাদের
হাতীর সংখ্যা অনেক বেড়ে গেছে॥
বয়স্ক বৃদ্ধ হাতীদের কে মেরে শুধু নতুন
হাতীদের রাখবো॥ যে কথা সে কাজ ॥
বয়স্ক সব হাতীদের হত্যা করা হলো॥
কিছু কাল পর হঠাৎ করে ঘূর্ণি ঝড় হলো
এতে সব হাতী মারা পড়লো॥ এবং
জনগণের ও জান মালের ব্যাপক ক্ষয়
ক্ষতি হয়॥ জ্ঞানী লোকেরা এর কারণ
অনুসন্ধান শুরু করলো॥
কারণ হিসেবে জ্ঞানীরা চিহ্নিত করলো॥
নতুন হাতীগুলো বৃদ্ধ বয়স্ক হাতীদের
কাছ থেকে ঘূর্ণিঝড়ের সংক্রান্ত জ্ঞান
ও কিভাবে সংকেত পাঠাতে হয় তা
শিক্ষা লাভ করার সমস্ত পায়নি , এর
আগে বয়স্ক হাতীদের হত্যা করা হয়॥
প্রকৃতির উপরে যদি আমি আপনি
অত্যাচার জুলুম করি তবে আমাদেরকে
সুনামী সিডর ভোগ করতে হবেই ॥ এই
ঘটনা আমাদেরকে তাই বলে॥
লন্ডনে একবার কাজের সময় আমার
এক গান্জঁাখোর সহকর্মী আমাকে
বললো আজকে পৃথিবী যদি দূষিত না
হতো আরা যদি ভেজাল খাদ্য ও
দূষিত বায়ু পানি সেবন না করতাম তবে
বর্তমান সময়েও আমাদের আয়ু কাল
এক হাজার বছরের অধিক হতো॥
তখন আমি তার কথা হেসে উড়িয়ে
দেয় আর বলি আজ গান্জঁা বেশি
সেবন করেছ॥
কিন্তু আজ তিন বছর পর কেন জানি
তার কথা আমার কাছে সত্য মনে হচ্ছে ॥
প্রকৃতির উপর অত্যাচারের একটা
বাস্তব উদাহরণ দিচ্ছি , আজ একটি
লাশ কবরস্থ করলেন , দশ বছর পর
দেখা গেলো ঐ লাশ গলেও নাই পচেঁও
নাই !!! মানে কি ঐ লাশ কবরে থেকে
দরবেশ আওলীয়া হয়ে গেছে ??!!!!!!
আমি বলি এসবের কিছুই না ॥
জীবিত অবস্থায় ঐ ব্যক্তি যে পরিমাণ
দূষিত বায়ু পানি সেবন এবং
ভেজাল খাদ্যদ্রব্য গ্রহণের
ফলে , মৃত্যুর পর ফরমালিনসহ সকল
প্রকার রাসায়নিক পদার্থ সক্রিয়
হওয়াতে এই অবস্থা হয়েছে॥ যা
আমি আপনি দৈনিক গ্রহণ করছি ॥
ঐ লাশের মতো আমার আপনার
লাশের অবস্থাও এমন হতে পারি কি
ধরেনেন হবে???
শেষ করছি লাতিন আমেরিকার
আদিবাসীদের কথা দিয়ে,,
লাতিন আমেরিকার আদিবাসীদের
মধ্যে বহুল প্রচলিত একটি মন্ত্র চালু
আছে , ‘মুনাফার লোভে আমরা
একে একে আমাদের পানি, আমাদের
বন, আমাদের ভূমি, আমাদের বাতাস
বিষাক্ত করার পর দেখব, টাকা ছাড়া
আমাদের কাছে আর কিছুই নেই।
কেবল তখনই আমরা বুঝব, টাকা
খেয়ে আমরা বাঁচতে পারব না।’
বাঁচতে গেলে আমাদের বিশুদ্ধ পানি
লাগবে, খাদ্য লাগবে, শ্বাস নেওয়ার
জন্য বিশুদ্ধ বাতাস লাগবে, আমাদের
অস্তিত্বের জন্য বন লাগবে, জীববৈচিত্র্য
ও বাস্তুসংস্থান লাগবে। অসংখ্য
প্রাণবিনাশী কাজ করে মানুষ প্রাণী
বাঁচতে পারবে না। তাই বাচঁতে চাইলে
এখনই পানি বায়ু দূষণ বন্ধ করি॥
পাশাপাশি জীববৈচিত্র বন রক্ষায়
সামাজিক আন্দোলন গড়ে তুলি ॥॥॥
মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে
সূফি বরষণ
বিষয়: বিবিধ
৯৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন