জোছনানামা
লিখেছেন লিখেছেন আহমেদ দীন রুমি ২২ মে, ২০১৫, ১২:৩৬:৪৬ রাত
আকাশের ছাদ ফুঁড়ে ঝলমলিয়ে
জোছনার বান ঝরে দিল ভুলিয়ে,
তুমি কি তা দেখো প্রিয়ে চুল এলিয়ে
একা এ সময়?
তবে কেনো তোমা মুখ চন্দ্রবুকে
দেখি যেনো আর ডুবি স্বপ্নপাকে,
চিতে চাপা তৃষ্ণারা হর্ষে হাকে
হয় তুমিময়?
তারাদের সমাবেশে মুক্তো মতো
ভূ-তে আনে দ্যু-র বেশ সুপ্ত যতো,
তুমি তাতে চেয়ে রও দূর্বিনীত
চোখের কথায়?
তবে কেনো সেই ভিরে দৃষ্টি তব
দেখি যেনো করে মোরে সৃষ্টি নব?
সে জবাবে অচেতনে ত্রিশটি ভব
ব্যকুল বৃথায়?
চারিধার উঠে ছেঁপে রূপালি প্রাণে
নব সাজে নব খাবে দীপালি তানে,
তুমি কি তা হেরি নাড়ো খেয়ালি মনে
বাতাসে আঁচল?
তবে কেনো তোমা ঘ্রাণ উছাস্ ধ্বনি
পাই যেনো আর ঘোরে ভাসে ধমনী?
সিন্ধুর মোহে হয় নদী যেমনি
অলখে সচল. . .¡
বিষয়: বিবিধ
১০৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুমি কি তা হেরি নাড়ো খেয়ালি মনে
বাতাসে আঁচল?
অসাধারণ। নিয়মিত লিখুন।
মন্তব্য করতে লগইন করুন