গুচ্ছভাব

লিখেছেন লিখেছেন আহমেদ দীন রুমি ১৮ মে, ২০১৫, ১১:০৩:৪৫ রাত

কেনো তবু দূরে থাকো?

নিজেরে লুকিয়ে রাখো,

অনর্থ অজুহাতে

সলাজ বদনে যাও চলে?

ঠোট চেপে বাঁধো কথা,

বাঁধা যায় আঁখিপাতা?

মনের অতল প্রেম

ঢেকে রাখা যায় কোনো ছলে?

***

হাজার চাতুরী করে,

ফুল কি থামাতে পারে

ঘ্রাণের জোয়ার তার?

ভ্রমর তা ঠিক নেয় খোঁজে।

প্রেয়সী রূপের শিখা

পুড়িছে কল্পপাখা,

কলমের নিব তাই

প্রাণ বলে প্রেমগান বুঝে।

***

ঠিক ভুল বুঝিনাকো,

বুঝি যদি পাশে থাকো

চোখ বুঝে সয়ে যাবো

ত্রিভুবন জ্বলে হোক ছাই।

আর কতো বৃথা চেয়ে

দেবে ক্ষণ অপচয়ে?

পরীক্ষা নিলে নাও

প্রেমে মোর কোন খাঁদ নাই।

বিষয়: সাহিত্য

১০৬৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321225
২০ মে ২০১৫ দুপুর ০১:২৯
নন্টে ফন্টের মামু লিখেছেন : আঁই নন্টে ফন্টের মামু। আঁই এক্কেরে লতুন আইচি। আঁই আন্নের বন্ধু হবার চাই। আন্নে কি আমারে এইহানে গিয়া দেইখ্যা আইবেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File