সম্প্রীতি
লিখেছেন লিখেছেন মোহাম্মদ মুজিবুল হক ১১ জুলাই, ২০১৫, ০৩:২৯:৪৮ রাত
আপনজন কে কখনো ঐ ঘরের মেয়ে বিয়ে করাইও না যে মেয়ে শ্বশুরালয়ে ঘরের শান্তি সম্প্রীতি ও সৌহার্দের ইট খুলে ফেলবে. তেমনি আপনজন কে বলো ঐ ঘরে মেয়ে বিয়ে না দিতে যারা ঐ মেয়ের প্রতিটি অংশ খুলে নেবে. কেননা যেসব স্বার্থপর শ্বাশুড়ী নিজের মেয়ে ও পুত্রবধূকে আলাদা নজরে দেখেন. তেমনি যেসব স্বার্থপর পুত্রবধূ শ্বশুরালয়ে স্বামী ও নিজ সন্তান ছাড়া সকলেই দুচোখের বিষ তাদেরকে এই পোষ্ট হতাশ করবে. . . . . . ( এই মতামত শুধুমাত্র আমার একান্ত ব্যাক্তিগত মন্তব্য . কেউ মানসিক ভাবে আঘাত পেলে ক্ষমা প্রার্থী)
বিষয়: বিবিধ
৭১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন