আমাদের মা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ মুজিবুল হক ১২ মে, ২০১৫, ০৯:০৯:৫৮ রাত
আমি একজন নিতান্তই সাধারণ মানুষ আমরা পাঁচ ভাই দুই বোন আমাদের বাবা গত হয়েছেন ১৩ বছর আগে তারও ৯ মাস আগে আমাদের সবার বড় ভাই আকস্মিক ভাবে দুনিয়া ছেড়ে যান সম্ভবত বড় পুত্রের অকাল মৃত্যু সহ্য করতে না পেরেই স্বল্প সময়ের ব্যবধানে বাবাও চলে যান একান্ন বর্তী সংসার আমার মায়ের বড় পুত্রের মৃত্যুর পর মেয়েদের সমান চোখে দেখে তার আসে পাশে রেখেছেন যেন এক সেকেন্ডের জন্য চোখে আড়াল না হয় অবশ্য মেয়েদের শ্বশুরালয়ের সকল পুরুষ সদস্য বিদেশে এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যরা চট্টগ্রামে শহরে অবস্হান করে অন্য সবার মত আবেগী ভাষায় আমি বলবনা মা'ই আমার সব মা ছাড়া অমুক অচল মা'ই আমার সবকিছু . আমি এক কথায় বলব মা আমাদের দুনিয়া আমার প্রাত্যহিক একটি বিষয় হলো মায়ের সাথে ঝগড়া করা. এই বয়সে (৪৬) স্ত্রী ভাতৃবধূ ও পুত্র কন্যাদের সামনে মায়ের চড় থাপ্পড় খাওয়া রাতে আবার ক্ষমা চাওয়া তারপর পরম মমতায় মাথায় হাত রেখে বলে ব্যাথা পেয়েছিস বাবা মাথা কি ঠান্ডা রাখতে পারিস না আমার নানা র বাড়ী চট্টগ্রাম নগরী হতে অনেক দূরে এক ছায়া শীতল গ্রামে বোনের শ্বশুরবাড়ীর দূরত্বও একই তিনি যখন এক সপ্তাহের জন্য বাপের বাড়ী বেড়াতে যান দেখা যায় তিনদিনের মাথায় ফিরে এসেছেন. এরমধ্যে প্রতি আধাঘন্টা অন্তর অন্তর তো মোবাইল ফোনে খোঁজ নেয়া আছেই. ২০১২ সালে মায়ের সাথে পবিত্র হজ্ব পালন করি. ১৬ই অক্টোবর ২০১২ তারিখে আমাদের বিদায়ের সময় মা ও আমার ভাইবোনের কান্না দেখে ভাবছিলাম আমার অসুস্হ মা ওখানে ঠিক ভাবে এবাদত বন্দেগী পালন করতে পারবেনতো নাকি শারীরিক অসুস্হতা ও স্বজন দূরত্ব শোকে কাতর থাকবেন ? আমার সব শংকাকে ভূলিয়ে দিয়ে মা অত্যন্ত সূচারু ভাবে পবিত্র হজ্ব ও অনেক ওমরা হজ্ব এবং জিয়ারতে আল মদিনা আল মুনওয়ারা সম্পন্ন করেন. ৪৬ দিনের হজ্ব সফর শেষে ১লা ডিসেম্বর ২০১২ তারিখে দেশে ফিরে আসি. আমার মা আবারো পবিত্র ভূমি আল মক্কা ও আল মদিনা যাবার ইচ্ছা প্রকাশ করেছেন সবাই দোয়া করবেন মাকে নিয়ে যেন আবারো হজ্বে যেতে পারি আরো দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আল আমিন যেন আমার মা সহ সকল মাকে দীর্ঘ জীবন দান করেন. আমিন. মোহাম্মদ মুজিবুল হক চট্টগ্রাম.
বিষয়: বিবিধ
৭৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন