তোমার জন্য.....
লিখেছেন লিখেছেন এ কে এম কায়সারুল আলম সোহাগ ২৬ ডিসেম্বর, ২০১৬, ১১:০৯:২৬ রাত
তোমার জন্য কতটা সময় অপেক্ষার প্রহরগুনি ,
আমার ঈশ্বর জানে !
তোমার জন্য কতটা রাত নির্ঘুম রাত কাটাই ,
সেটাও আমার ঈশ্বর জানে !
তোমার সাথে রাগ করে কতটা বেলা উপবাস থাকি,
সেটাও ঈশ্বর দেখছেই !
তোমাকে পাবার জন্য
প্রতিটি মুহূর্ত যে কতটা কষ্টে কাটে,
একমাত্র আমার ঈশ্বর ছাড়া কেউ বলতে পারবে না !
ঈশ্বরের দোহাই আমি দিবো না,
শুধু এটুকু বলবো আমার ঈশ্বর একদিন আমার জায়গায় তোমাকে রাখবেন ।
হয়তো সেদিন তোমার লেখা কবিতা আমি পড়তে পারবো না ।
হয়তো সেদিন তোমার দিকে ফিরে যাবার কোন উপায় থাকবে না ।
থাকবেনা কোন অবলম্বন ,
তাই ঈশ্বরকে এটুকু বলতে চাই,
ভালো রেখো তাকে ,
সুখে রেখো তাকে ।
কোন কষ্ট তাকে দিও না ।
তার ভাগ্যে যদি কোন দুঃখ লেখা থাকে সে দুঃখ আমাকে দিয়ে আমাকে নিঃশেষ করে দাও, ধ্বংস করে দাও ,
আমাকে এই পৃথিবী থেকে বিদায় করে দাও ।
একটি অনুরোধ ঈশ্বর ,
মরণের পরে আমার প্রিয়ার কাছে শুধু শুধু একটি প্রশ্নের উত্তর জানতে দিও !
কি অপরাধ ছিলো আমার?
বিষয়: বিবিধ
৭২৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন