এ কে এম কায়সারুল আলম সোহাগের কবিতা তুমি আর দেবী নও
লিখেছেন লিখেছেন এ কে এম কায়সারুল আলম সোহাগ ২৬ ডিসেম্বর, ২০১৬, ০৮:৩৯:২০ রাত
দৃশ্যমানকে অদৃশ্য করতে বলিনি,
অদৃশ্যকেও দৃশ্যমান করতে বলিনি ।
বলেছিলাম, একটু ভালোবাসতে .....
যদি তা না পারো,
তাহলে একটু খোজঁ নিও,
কেমন আছি ?
কি করছি ?
কোথায় আছি ? খেয়েছি কিনা ? কখন ফিরবো ? এসব জানতে চেও ।
একটু খোজঁ খবর নিও !
পারোনি একটুও ....
ফুল আর কাটাঁর মধ্যে
পার্থক্য দেখোনি,
মিল আর অ-মিলের মধ্যে তফাৎ ও খুজোঁনি
তাই তুমি আর দেবি নও ।
বিষয়: সাহিত্য
৮৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন