ইসলামিকরেডিওর পক্ষ থেকে আপনার প্রতি আমাদের কিছু দাওয়াত
লিখেছেন লিখেছেন ইসলামিক রেডিও ২২ মার্চ, ২০১৫, ০৭:৩৮:২০ সকাল
✔ শিরক-বিদআত থেকে দূরে থাকুন।
✔ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করুন। কেননা নামাজ তরক করা মানে আপনি কুফরী নিয়ে খেলা করছেন।
✔ হাদীছে বর্ণিত অধিক ফজিলতপূর্ণ কিছু ওজীফা দোয়া-দরুদ পাঠ করুন।
✔ সর্বদা আল্লাহতায়ালা কে হাজির ভাবুন। ভাবুন আপনি ভাল মন্দ যাই করছেন তিনি তা দেখছেন এবং এ ব্যাপারে জবাবাদিহিতা করতে হবে।
✔ মৃত্যুকে স্মরণ করুন।
✔ দৈনিক কিছু না কিছু ইসলাম সম্পর্কে জানুন বা কিছু সময় হলেও এ সম্পর্কে পড়ুন। তবে সাবধান এক্ষেত্রে সঠিক সূত্র ছাড়া কোন কথা গ্রহণ করবেন না। চাই তা শুনে বা পড়ে হোক।
✔ পিতা-মাতার সেবা করুন। মনে রাখবেন পিতা-মাতা জান্নাতে যাওয়ার দুনিয়ার বুকেই সিঁড়ি স্বরূপ।
✔ জিহাদ ও মুজাহিদদেরকে ভালবাসুন। মনে রাখবেন, জিহাদও একটি ফরজ ইবাদাত ও কুরআনের প্রায় পাঁচশত জায়গায় জিহাদ ও ক্বিতালের কথা এসেছে। এক্ষেত্রে সাধারণ তাগুতী মিডিয়ার খবরে প্রভাবিত হবেন না। দুঃখজনকভাবে আমাদের দেশে মিডিয়া জিহাদ মানেই সন্ত্রাসবাদ, উগ্রতা ইত্যাদি খারাপভাবে উপস্থাপন করে পশ্চিমাদের গোলামী ও আমাদের মস্তিষ্ক ধোলাই করতে ব্যস্ত।
✔ আলেম উলামা (আসমানী ইলম সম্পর্কে যারা জ্ঞানী)দের সংস্পর্শে থাকুন।
✔ অন্যকে দাওয়াত দেয়ার চেষ্টা করুন। বিশেষত নিজ পরিবার, আত্মীয় স্বজন পাড়া-প্রতিবেশী।
সবশেষ একজন ভালো মুসলমান(আত্মসমর্পণকারী) হোন। আমরা আল্লাহর কাছে সকল বাতিল থেকে পানাহ চাই।
আমাদের সাথেই থাকুন ও আপনাদের দোয়ায় আমাদেরকে ভুলবেন না। জাঝাকুমুল্লাহু খইর।
ইসলামী জ্ঞান ও শুনতে ভিজিট করুনঃ এখানে
বিষয়: বিবিধ
৮৮২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন