এই নাস্তিক তোদের বলছি!!!

লিখেছেন লিখেছেন বাঙালীর কান্না ০১ মার্চ, ২০১৫, ০৬:০৫:৩৩ সন্ধ্যা

শাহবাগে বলে শ্লোগান দেওয়া হচ্ছে ইসলামকে এ দেশ থেকে উঠিয়ে বা নিষিদ্ধ করা হোক।

আমরা নাকি ৯০% মুসলিম দেশে বাস করি?? এই কি তার নমুনা!!! আমার মনে হয় এগুলো কেয়ামতের আলামত ছাড়া কিছুই না।

এই নাস্তিক তোকে বলছি, তুই এমনি কি পয়দা হলি। শুধু শুক্রাণু ডিম্বানু মিলিত হলো তোরা পয়দা হলি। এই শুক্রানুর চলন এবং সার্বিক নিয়ন্ত্রণ এমনি হচ্ছে। এই শুক্রানু কেনো শুধুই ডিম্বানুতেই কেনো যায়? কেউ না কেউ তো নিয়ন্ত্রণ করে? আর তোদের জন্ম শুধু দুনিয়ায় এসে আকাম কুকামের জন্য পয়দা করা হয়েছে। মামা বাড়ি আবদার?? তোরা ফাউ হইসনি, তোদের জন্মের পিছে উদ্দেশ্য আছে!! তোরা এগুলো বিশ্বাস করিস না?? আমার এ কথা গুলো ভেবে দেখিস। জানি তোদের দিলে পাথর ও কানে সীসা ঢালা হয়েছে। আল্লাহ তোদের হেদায়েত দিক। -আমিন।

পারলে ইসলাম তুলিস। চ্যালেঞ্জ রইলো।

বিষয়: বিবিধ

১১৩০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306717
০১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
অনেক পথ বাকি লিখেছেন : আপনার কথাগুলো সত্য। তাদের আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানাই
306718
০১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
সজল আহমেদ লিখেছেন :
শাহবাগে বলে শ্লোগান দেওয়া হচ্ছে ইসলামকে এ দেশ থেকে উঠিয়ে বা নিষিদ্ধ করা হোক।

অভিজিত্‍ রায়ের হত্যার ইস্যুতে এই স্লোগান দেওয়া হচ্ছে নাকি ?
যদি আপনার বক্তব্য ঠিক হয় তাইলে আমি কইলাম ,"অগো আন্দোলনে মায়রে বাপ"

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File