আমার আদরের ছোটো বোন
লিখেছেন লিখেছেন বাঙালীর কান্না ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:২০:১৫ দুপুর
হাতে যেন আচমকা ছোয়া অনুভব করলাম।পিছনে ফিরে দেখি ছোট বোনটি আমার দিকে তাকিয়ে কি যেন বলতে চায়।বলতে পারছে না।মুখের কোণে কথাটা কেমন স্পষ্ট লেখা রয়েছে,মনে হল।ও যেন ওর সর্বশক্তি দিয়ে ঠেকাতে চায়। আর বলতে চায়,যেও না ভাইয়া!!!!!!!!
খুলনা পাবলিক কলেজে ভর্তি হলাম।বাড়ি খুলনা থেকে অনেক দূরে।হোস্টেলে থাকতে হবে।তবু যেতে দিতে চায় না আমার ছোট বোনটি। বাবা মার দোয়া নিয়ে বেরিয়ে আসলাম।কিছুক্ষণ পর দেখি মা ফোন দিছে।এখনই ফোন?ভাবলাম বিপদ হল নাতো।ধরফর করে বিদ্ুৎ এর গতিতে ফোন তুললাম। ফোন তুলতেই কাঁদো কাঁদো স্বরে বোনটি বলে উঠল,"আমি কি তোর কেউ নই?কি করে থাকবিরে তুই? তুই এতই স্বার্থপর,আমারে ছাড়া থাকতে পারবি?" কোনো ভাষা পেলাম না।প্শ্ন গুলো কাঁটার মতো যন্ত্রণা দিচ্ছে।আমি এরই মধ্যে বুজলাম না কখন যে চোখে পানিতে স্নাত হয়েছে।আমি চোখ মুছে বললাম তোর কিছু আনা লাগবে?ও বলল, "তুই সুস্থ হয়ে বাড়ি ফের এটাই আমার আবদার।"বলে ফোন রেখে দিল।রাতে ওর কথা ভাবলাম।আর বুজলাম যার বোন নেই সে কতটা দুর্ভাগা।এই ভালবাসা মূল্য অঅঅঅঅঅঅনেক।
বিষয়: বিবিধ
২৭৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বোনেরা এমনই হয় ।
চোখ ভিজে গেল-
আমিও বড়ভাই কিনা!
দোয়া রইল
মন্তব্য করতে লগইন করুন