ব্লগ লেখার বিষয়
লিখেছেন লিখেছেন গালিব আক্তার ০৩ এপ্রিল, ২০১৫, ০৭:৩৩:২২ সন্ধ্যা
কি বিষয়ে লিখব তাই ভাবছি ! সমাজের অন্যায় নিয়ে লিখব , নিজেই অন্যায়কারী বলে গণ্য হবো ।ভালবাসার ক্ষতি নিয়ে লিখব , প্রেমদ্রোহী বলে গণ্য হবো ।ধর্মের পক্ষে লিখব ! নিঃসন্দেহে আমি জঙ্গি কর্মী হিসেবে গণ্য হবো ।আচ্ছা ভাই লুঙ্গি নিয়ে লিখলে তো আর দোষ নেই ! যদি ও লুঙ্গি কর্মী কেউ বলবে না !
বিষয়: বিবিধ
১৪৬১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বলার কিছু নেই! কতইবা বলা যায়!
ব্লগ পরিসংখ্যান দেখে কি বিষয়ে লিখবেন বলে দেবার ইচ্ছে জাগলো!!! বিষয়টি হল..........ব্লগে কেন আসি...... আশা করি লিখবেন।
মন্তব্য করতে লগইন করুন