স্বাধীন দেশে পরাধীন

লিখেছেন লিখেছেন গালিব আক্তার ২৮ ডিসেম্বর, ২০১৪, ০১:৫৪:৫৭ রাত

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে নাকি আমাদের দেশ পরাধীনতা থেকে মুক্ত হয়েছিলো ! এটা আমার দেখার সৌভাগ্য হয়নি ।ইতিহাস পড়ে আর BTV দেখে দেখে জানতে পেরেছি ! স্বাধীনতা যে কি তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি । স্বাধীনতার সুখ আমার দাদা পেয়েছিল কিনা বলতে পারব না ।কিন্তু আমি এই ২৬ বছর বয়সে আজও পাইনি এটা বলতে পারি ।একটা কোম্পানিতে চাকুরি ।চাকুরি থেকে মাঠের কাজেও স্বাধীনতা আছে ।এটা যেন বদ্ধরুমে আটকিয়ে অমানবিক অত্যাচার ।পান থেকে চুন খসলেই তিরস্কার ! আমাদের মত ছোট খাটো কামলার কোনো মূল্য নেই এই স্বদেশীয় হানাদারদের কাছে ।শ্রম অনুযায়ী মূল্য সীমিত ! সরকারের লাখ লাখ টাকা ভ্যাট মেরে আমাদের স্বদেশীয় হানাদাররা লাখপতি থেকে রাতারাতি কোটিপতিতে পরিণত হচ্ছে । নাম পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে এই যা ।বাস্তবে রীতিনীতি পাকিস্তানীদের মতই রক্ত চোষা ।সরকার এদের সুবিধাও দিচ্ছে ভালো । সরকারী চাকুরিজীবিদের বছর ঘুরলেই বেতন স্কেল বাড়তে থাকে ।আর আমাদের হানাদাররা আমাদের বেতন স্কেল বাড়ানো তো দূরে থাক , চাকুরি থেকেই আউট করে দেয় ।অন্যায়ের প্রতিবাদ করলেই সরকারের বিশেষ বাহিনী দিয়ে জেলখানাতে বন্দী করবে হানাদারদের কায়দায় !সত্য মিথ্যা যাচাই না করেই আমাদের লাইফটা শেষ করে দেওয়া হবে ।এই হানাদারদের তামার বিষের ভয়ে আমরা সিংহ হয়েও ইঁদুরের গর্তে লুকিয়েছি বিড়ালের মত ! আসলেই কি আমাদের মত হতদরিদ্রদের কোনো স্বাধীনতা আছে ?

বিষয়: বিবিধ

১২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File