ভালবাসা মানে ?

লিখেছেন লিখেছেন আমিনুল হক ৩১ ডিসেম্বর, ২০১৫, ০২:২৩:০৮ দুপুর

ভালবাসা মানে,

ছোট ছোট কিছু স্বপ্ন

ছোট ছোট কিছু আশা,

মনের গভীরে লুকিয়ে থাকা

ছোট পাখির বাসা।

ভালবাসা মানে,

ঘুম থেকে ওঠে শুভ সকাল বলা

গভীর রাত্রিতে ঘুমানোর আগে শুভ রাত্রি বলা।

ভালবাসা মানে,

নামযের সময় নামায পড়তে বলা

সব সময় আল্লাহর ভয় করে চলা।

ভালবাসা মানে,

সকালের নাস্তা, দুপুরের খাবার খাওয়ার জন্য বলা

রাত্রিবেলা খাওয়ার পর ঘুমাতে বলা।

ভালবাসা মানে,

মা-বাবাকে প্রতিদিন ভালবাসি বলা

ভাই-বোনকে সাথে নিয়ে সারাজীবন চলা।

ভালবাসা মানে,

জীবন সাথীকে সব সময় ভালবাসি বলা

সারাজীবন একসাথে হাত ধরে চলা।

বিষয়: বিবিধ

১২৩২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355813
৩১ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:০৭
আবু জারীর লিখেছেন : জীবন সাথীকে বলতে গেলে বলে, 'ন্যাকামির আর জায়গা পাওনা'!
355876
৩১ ডিসেম্বর ২০১৫ রাত ১১:২২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম! ভালই বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File