ভালবাসা মানে ?
লিখেছেন লিখেছেন আমিনুল হক ৩১ ডিসেম্বর, ২০১৫, ০২:২৩:০৮ দুপুর
ভালবাসা মানে,
ছোট ছোট কিছু স্বপ্ন
ছোট ছোট কিছু আশা,
মনের গভীরে লুকিয়ে থাকা
ছোট পাখির বাসা।
ভালবাসা মানে,
ঘুম থেকে ওঠে শুভ সকাল বলা
গভীর রাত্রিতে ঘুমানোর আগে শুভ রাত্রি বলা।
ভালবাসা মানে,
নামযের সময় নামায পড়তে বলা
সব সময় আল্লাহর ভয় করে চলা।
ভালবাসা মানে,
সকালের নাস্তা, দুপুরের খাবার খাওয়ার জন্য বলা
রাত্রিবেলা খাওয়ার পর ঘুমাতে বলা।
ভালবাসা মানে,
মা-বাবাকে প্রতিদিন ভালবাসি বলা
ভাই-বোনকে সাথে নিয়ে সারাজীবন চলা।
ভালবাসা মানে,
জীবন সাথীকে সব সময় ভালবাসি বলা
সারাজীবন একসাথে হাত ধরে চলা।
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন