একটি অসমাপ্ত ভালবাসা (৭ম পর্ব)
লিখেছেন লিখেছেন আমিনুল হক ০৫ ডিসেম্বর, ২০১৫, ১১:১৯:৫৪ সকাল
কিছু দিন পর আমার ভিসা চলে আসল। বিদেশ যাবার জন্য আমাকে প্রস্তুতি নিতে হল। আমার কাছে খুব অল্প সময় ছিল ভিসার সময় এক সপ্তাহ থাকার জন্য। আমি রানীর সাথে যোগাযোগ করতে পারিনি। আমার আন্তীয় স্বজন সবাই আমার ভিসা এসেছে শুনে খুব খুশী হলেন। কিন্তু রানী রেগে গেল। এক আমি ওকে জানাইনি্, দ্বিতীয় ও বিদেশী কাউকে লাইফ পার্টনার বানাতে চায় না। যাই হোক আমি ব্যাস্ততার কারনে রানীর সাথে কথা বলতে পারিনি। বাড়িতে এসে জানলাম আমাকে ভিসার ফিঙ্গারফিন্ট দেওয়ার জন্য আমাকে ঢাকা যেতে হবে। রাতে রানীদের বাড়িতে থাকতে হবে। রাতে ঘুম হলনা পরেরদিন রানীকে দেখতে পাব বলে। আমি পরেরদিন আম্মাকে নিয়ে রানীদের বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখি রানী বাড়িতে নেই, ও চলে গেছে ওর ফুফাত বোনের বিয়েতে। আম্মাকে ওদের বাড়িতে রেখে সারাদিন অনেক ঘুড়াঘুরি করে সিনেমা দেখে বিকালে রানীদের বাড়িতে গেলাম। বিকালে গিয়েও জানতে পারি রানী আসেনি। কালকে আসবে। পরেরদিন রাত্রে আমার ঢাকা যাবার জন্য বাসের টিকেট করলাম। সকালে উঠে আমি আবার শহরে চলে গেলাম। সিনেমা দেখলাম, বন্দুদের সাথে আড্ডা দিলাম আর বিকালে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখলাম রানীরাও বাড়ি ফিরে এসেছে। মনটা খুব আনন্দে ভরে গেল। রাত্রে রানী সহ সবার সাথে দেখা হল। রাতে খাওয়া দাওয়া শেষে আমি ঢাকা যাবার জন্য প্রস্তুতি নিলাম। তার মধ্যে রানীর সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু রানী শুধু সবার সামনে ভালভাবে কথা বলল, আর আমার সাথে এড়িয়ে চলা শুরু করল। উপায়ন্তর না দেখে আমি মনকে বুঝিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলাম। যাবার
সময় শুধু মনে মনে বললাম,
হে রানী আজ আমি বড় অসহায়
ভালবাসা থাকা আমার বেছে থাকা বড় দায়।
বিষয়: বিবিধ
১৩২৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন