মাটি আমায় একটু জায়গা দিস
লিখেছেন লিখেছেন আমিনুল হক ২৪ মে, ২০১৫, ০৭:৪৯:৩৮ সন্ধ্যা
মাটি তোর ভিতর আমায়
একটু জায়গা দিস,
আসবো আমি লাশ হয়ে
আপন করে নিস।
নিষ্ঠুর এই পৃথীবিতে
আমি হলাম একা,
তোর কাছে এসে হয়তো
পাব সুখের দেখা।
তাইতো পড়ছি নামাজ আমি
করছি দোয়া হায়,
তারা তারি যেন আমার
প্রানটা চলে যায়।
আপন আপন ভাবি যারে
সে তো আপন নয়,
মিথ্যে এই দুনিয়াতে
সবই অভিনয়।
পর পারের ডাক পরিলে
থাকবে না কেউ ঘরে,
বড়ই পাতা দিবে তখন
হাড়ির গরম জলে।
মৃত দেহ তুলে দিবে
ছোট্ট কোন খাটে,
চার জনেরি কাঁধে চরে
একলা যেতে হবে।
সাদা কোন কাপড় পরে
সাঁজবো যখন বর,
মা-বাবা আর ভাই-বোনেরা
সবাই হবে পর।
আতর গোলাপ দিবে তখন
করবে কোরআন পাঠ,
বহু লোকের আগমনে
ভরবে খোলা মাঠ।
পড়বে নামাজ করবে দোয়া
রাখবে মাটির ঘরে,
ঐ ঘরেতে থাকতে হবে
অনন্তকাল ধরে।
করছি তবে কিসের বড়াই
মিথ্যা পৃথীবিতে,
যেতে হবে একদিন তোমায়
সবার মায়া ছেড়ে।
আপন হবে মাটি তখন
কবর হবে ঘর,
কোথায় আছো কেমন আছো
জানবে না খবর।
টাকা-পয়সা সোনা-দানা
থাকবে ঘরে পরে,
হবে না কেউ সঙ্গের সাথী
এই না বাসর ঘরে।
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন