বিদেশের কবিতা বিদেশ

লিখেছেন লিখেছেন আমিনুল হক ১০ জানুয়ারি, ২০১৫, ০২:৪৭:০৪ দুপুর



রাতে আসি রাতে যাই,

পলিথিনে খাবার খাই।

কাজে কাজে জীবন শেষ,

এরই নাম যে বিদেশ।

বাড়ির মানুষ মনে করে আছি কত সুখে,

কি যে বেথা জমে আছে আমার পুড়া বুকে।

দুঃখু কষ্ট বুঝার মত আপন মানুষ নাই,

বিদেশেতে এত কষ্টের আগে জানি নাই।

অনেক কষ্ট হয় মাগো বিদেশেতে, ঝরে মাথার ঘাম,

অল্প টাকা রোজগার বলে কেউ দেয় না দাম।

মাসের পর মাস কাজ করে যাই বেতন পাই না হাতে,

চিন্তায় চিন্তায় দিন কেটে যায় ঘুম আসে না রাতে।

কেমন করে দেশে আসবো ভেবে পাই না ঠাই,

ইচ্ছে করে বিদেশ ছেড়ে দূরে চলে যাই।

*বিঃদ্রঃ এই কবিতা আমার এক বন্দুর বাস্তব জীবনের গল্পকে কেন্দ্র করে লেখা।

বিষয়: বিবিধ

২৯০৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300072
১০ জানুয়ারি ২০১৫ রাত ১১:২০
আবু জান্নাত লিখেছেন : সুন্দর লিখেছেন, ধন্যবাদ।
300077
১১ জানুয়ারি ২০১৫ রাত ১২:২৯
মাটিরলাঠি লিখেছেন : বাস্তবতা ফুটে উঠেছে কবিতায়। ধন্যবাদ।
300157
১১ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৫৪
হতভাগা লিখেছেন :
''ইচ্ছে করে বিদেশ ছেড়ে দূরে চলে যাই''


০ মঙ্গল গ্রহে লেটুস পাতার চাষ হবে , ট্রাই দিতে পারেন । লুলু ফেরদৌসের সাথে যোগাযোগ করুন

http://www.dhakatribune.com/weekend/2014/mar/27/lulu-red-planet

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File