অহংকারী রানী
লিখেছেন লিখেছেন আমিনুল হক ৩০ ডিসেম্বর, ২০১৪, ১২:৫৭:৪৫ দুপুর
ছোট গায়ের ছোট কিশোর
সারা দিন শুধু ঘুরে,
পড়া লেখায় মন বসেনা
বেড়াতে চায় উড়ে,
চায়না সে যে টাকা পয়সা
বিরাট অট্রালিকা,
চায় যে শুধু মনের মত
এক জন প্রেমিকা,
হঠাৎ একদিন দেখা হল
মিস রানীর সনে,
সে ছিল পাসের গায়ের
অহংকারী এক কনে,
তাকে দেখে ঘুচে যেত দূর্ভাবনা তার
জীবন তার মনে হত সুখী দিপ্ত আধার,
কিন্তু সে যে তাকে আজ ও ভাসেনা ভাল
ছেলেটি কিন্তু ভাল বেসে ছড়াতে চায় আলো,
তাইত আজি তার ই জন্যে
মনটা তার কাদে,
জানিনা সে পাবে কিনা
মিস রানী কে..................
..
লেখকঃ আবু বক্কর সিদ্দিক
বিষয়: বিবিধ
১২২৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিসেস কে পাবে কিভাবে ? তার তো মিস্টার আছে ! তালাক করিয়ে নিতে হবে ।
মনটা তার কাদে,
জানিনা সে পাবে কিনা
মিসেস রানী কে..................
মন্তব্য করতে লগইন করুন