একটি অসমাপ্ত ভালবাসা (২য় পর্ব)
লিখেছেন লিখেছেন আমিনুল হক ২৫ ডিসেম্বর, ২০১৪, ১১:০৮:৫৬ সকাল
রানীকে ছোটবেলা থেকেই আমার অনেক ভাল লাগত। কেন জানিনা। আমি যখন বুঝতে পারি যে, রানীর প্রতি আমি দূর্বল তখন আমি দশম শ্রেনীতে পড়ি। একদিন মামার বাড়িতে বেড়াতে গিয়ে জানতে পারলাম যে কয়েকদিন পর রানী নাকি মামার বাড়িতে বেড়াতে আসবে ওর বড় বোনের সাথে। অনেকদিন ওর বড় বোন মামার বাড়িতে বেড়াতে আসেননি। ওনার স্বামী বিদেশ থাকতেন, দেশে আসার পর মামার বাড়িতে বেড়াতে আসবেন। আর তাই রানী সহ সবাই আসবেন। মনটা খুশিতে ভরে উঠল। প্রায় একবছর পর আমি রানীকে দেখতে পারব। কিছুদিন পর রানীসহ সবাই বেড়াতে আসলেন। আমিও গেলাম মামার বাড়িতে রানীকে দেখার জন্য। আমি গিয়ে বোকা বনে গেলাম। কারন আমি যেই ছোট রানীকে চিনতাম সে আর এই রানীর মধ্যে অনেক পার্থক্য। রানী যেমন লম্বা হয়েছে ঠিক তেমনি সুন্দরও হয়েছে। আমি রানীকে দেখে হা করে তাকিয়ে রইলাম। আমার মনে হল রানীও আমাকে দেখছে, কিন্তু হয়ত আমার মত করে নয়। সেই প্রথমবার মনটা অন্যরকম কিছু অনুভব করল। সেই দেখা থেকে রানীকে আমার অনেক পছন্দ হয়ে যায়। ওই দিন বিকাল বেলায় ওরা সবাই চলে যায়। তখন আমার একটি গান মনে পড়ে গেল,
সেই মেয়েটি আমাকে ভালবাসে কিনা আমি যানি না।
যার মেঘ কালো চুল, হরিনী চোখ, কন্ঠটা গানের বিনাশ।
সেই মেয়েটি আমাকে ভালবাসে কিনা আমি যানি না।
তার হাসি যেন শিশিরের কনা, তার দৃষ্টি যেন মায়াবী ছলনা।
তাকে না দেখেও মনে হয় সে আমার অনেক দিনের চেনা।
সেই মেয়েটি আমাকে ভালবাসে কিনা আমি যানি না।
তার চরন যেন নুপুরের দোলা, তার হৃদয় যেন বাতায়ন খোলা।
তাকে না পেয়েও মনে হয় সে আমার ভালবাসা দিয়ে কেনা।
সেই মেয়েটি আমাকে ভালবাসে কিনা আমি যানি না।
যার মেঘ কালো চুল, হরিনী চোখ, কন্ঠটা গানের বিনাশ।
বিষয়: বিবিধ
১৩৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন