মা - আমার প্রিয় বন্দু

লিখেছেন লিখেছেন আমিনুল হক ২৩ ডিসেম্বর, ২০১৪, ১০:২৬:২১ সকাল

**মা ডাকটি অতি মধুর জেনে রেখ ভাই,



পূথিবীতে মা ছাড়া আপন কেহ নাই**

আমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত জীবনে অনেক কিছুই ঘটেছে। আর সবকিছুই জানেন একটা মাত্র মানুষ। যিনি আমার জীবনের প্রতিটি ধাপে আমাকে সাহস যুগিয়েছেন। আমাকে কখনও কোন কিছুতে হেরে যেতে দেননি। এমনকি আমি যদি কোন কিছু সাহস করি তাহলে সবার আগে আমার পাশে ছিলেন। আজ আমি প্রবাসে কিন্তু আমার মনটা সব সময় ভাল থাকে যার জন্য, তিনি হলেন আমার মা। মা হলেন আমার সবচেয়ে প্রিয় বন্দু। পূথিবীতে সবার কাছে অনেক মানুষ প্রিয় থাকে, কিন্তু আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষটি হলেন আমার মা। মানুষের জীবনে এমন অনেক কিছু থাকে যা কখনও যা সবাই বন্দুদের সাথে সবাই শেয়ার করে। আর এই দিক দিয়ে আমি ঠিক বিপরীত। আমি এমন অনেক কিছু বিষয় আছে যা বন্দুদের সাথে শেয়ার করতে অনেক দেরী করি কিন্তু আমার মায়ের সাথে শেয়ার না করলে যেন আমার কোন কিছুই ভাল লাগেনা। আর আমার যখনি মনটা ভাল না লাগে, তখনি আমি আমার মায়ের সাথে ফোন করে কথা বলি। আম্মাকে ফোন দিলে ঠিক কি করে যেন বুঝে যান আমার মনটা ভাল নেই। তখনি মনে হয় একেই বুঝি বলে ভালবাসা। আম্মা আমার সাথে অনেক সময় কথা বলেন, যতক্ষন না আমি ফোন রাখি। আর আম্মার সাথে কথা বললে আমার মনে হয় আমি যেন মায়ের কাছে বসে গল্প করতেছি। আমার জীবনে এমন কোন জিনিস নেই যা আম্মা জানেন না, এমকি আমার পছন্দ, ভাললাগা, খারাপ লাগা সহ প্রতিটি সেকেন্ড এর খবর সবকিছুই জানেন। আর আম্মা আমাকে বাপ বলেই ডাকেন। আম্মা সবসময় শুধু একটা কথা বলেন, আমি যেন সব সময় নামায পড়ি। সত্যি আম্মার মত যদি একটা বন্দু জীবনে আসে তাহলে আমার জীবনটা রজ্ঞিন হয়ে যাবে। আমি আমার মাকে আমার জীবনের চাইতেও বেশী ভালবাসি। তোমাকে অনেক মিস করি মা।

বিষয়: বিবিধ

১৩৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File