এ সব বর্বরতার কি কোন সীমা নেই ?
লিখেছেন লিখেছেন জনগণের কন্ঠস্বর ২২ জানুয়ারি, ২০১৫, ১১:০২:১০ রাত
অনেক খরবই পড়ি কিন্তু একটু আগে যে খবরটা পড়লাম তাতে হতবাক হয়ে গেলাম। ছোট বেলায় পরিবারের লোকজনদের মুখে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে পাকহানাদারদের বর্বরতার কথা শুনেছি বড় হয়ে সেসব সম্পর্কে বিস্তারিত পড়ারও সুযোগ হয়েছে ।তখন থেকে মনে মনে শুধু আল্লাহর কাছে দোয়া করেছি বেচেঁ থাকতে আর যেন এমন পরিস্থিতি না দেখি বা না শুনি। আল্লাহ সেটা শুনলে তো ? সবাই বলি স্বাধীন দেশ আমার সোনার বাংলাদেশ সেটাই যদি হবে তাহলে এখন আমাদের এসব কি দেখতে হচ্ছে ? জনগনের টাকায় লালিত বাহীনিী জনগনকে গুলি করছে। পুলিশ করছেনা এমন কোন জঘন্য কাজ তাদের আগে কেউ করেছে বলে কোথাও পড়িনি এমনকি শুনিওনি।র্যাব ডিবি বাড়ী থেকে ধরে নিয়ে গিয়ে কি নির্মমভাবে হত্যা করছে তার কোন বিচার হচ্ছে না । আগে জানতাম পুলিশের বা বিভিন্ন বাহিনীর গোলাবারুদের হিসাব দিতে হতো এখন তারাই বলছে তাদের এখন আর সেই হিসাব দিতে হয়না। বিজিবি প্রধান গুলি করার হুমকি দিয়েই খান্ত হচ্ছে না তার মহরা দিচ্ছে বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর অভিযানের দোহাই দিয়ে।সে কি বিভৎসতা যারা এর ভুক্তভোগী হচ্ছেন তারাই শুধু তা বলতে পারবেন। এসব ক্ষেত্রে যারা নির্যাতিত হচ্ছে তারা কি ভবিষ্যৎে প্রতিশোধ পরায়ন হবে না ? তারা কি কখনও ভূলতে পারবে এসব ? যে খবরকে কেন্দ্র করে এই লেখা সেটা হলো রংপুরের মিঠাপুকুরে এক জামায়াত নেতা ও তার স্ত্রী এবং এক প্রতিবেশি মহিলাকে পুলিশ রাতে ধরে নিয়ে গিয়ে জামায়াত নেতাকে গুলি করার পাশাপাশি তার হাত ভেঙ্গে দিয়েছে আর ঐ ২ মহিলার কোন খবর তার পরিবারের কোন সদস্য পাচ্ছে না বা পুলিশের তরফ থেকে দেয়া হচ্ছে না। প্রিয় পাঠক এসব বর্বরতা কি পাকিস্থানী বাহিনীদের চাইতে কম ? ভিনদেশীরা যেটা করেছে সেটা আমরা মেনে নিতে বাধ্য হয়েছি কিন্তু এদেশের জনগনের টাকায় লালিত বাহিনী কর্তৃক এই ধরনের বর্বরতা কি মেনে নেয়া সম্ভব ? যারা এসব করছে তারা কি কোন মায়ের গর্ভে জন্ম নেয়নি ? তাদের কি মা বোন নেই ? অভিশাপ দেই ,ধিক্কার জানাই এই সব হায়েনা ও মানুষ নামের পশুদের জন্মদাতাদের তারা যেন ইহকাল ও পরকালে চির অশান্তি আর শাস্তি ভোগ করে।আর দোয়া এমন কেউ যেন আসে তারা যেন এই সব জানোয়ারদের এই সব কুকর্মের যথাযথ শিক্ষা দেয়।
বিষয়: বিবিধ
১০১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন