ভয়াবহ সংকটের আবর্তে দেশ

লিখেছেন লিখেছেন জনগণের কন্ঠস্বর ৩১ ডিসেম্বর, ২০১৪, ১২:২১:১৯ রাত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষন করলে যারা কোন রানীতির সাথে জড়িত না তারাও বলতে পারে দেশ কি পরিমান ভয়াবহ সংকটের আবর্তে আছে। গত বছর ৫ জানূয়ারী নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসীন তাদের মন্ত্রী এমপি ও নেতানেত্রীদের কথা বার্তায় ও কাজে কর্মে দেশবাসী যা প্রত্যক্ষ করছে পৃথিবীর েইতিহাসে তার নজির খুজে পাওয়া যাবে না। বিনা ভোটে নির্বাচিত হয়ে যে ভাবে নির্লজ্জের মত দাম্ভিকতা প্রদর্শন করছে তাতে সাধারন জনগন শুধু ধিক্কার দিয়েই খান্ত হচ্ছে বলে মনে হয় না। আর ক্ষমতাকে ধরে রাখার জন্য যা করছে ক্ষমতা ছাড়ার পর তার ভয়াবহতা নিয়ে যদি কোন চিন্তা করতো তাহলে কোন সুস্থ মানুষরা এসব করতে পারার কথা না। ফেইসবুকের যে খবর কিছু আগে পড়লাম সেদিন গাজীপুরের বিএনপির জনসভা ঠেকানোর জন্য সরকারের বিশেষ বাহীনী করেছে তা দেশের মানুষকে আরও শংকিত করছে। একটা কথা মনে রাখা সবারই উচিত যে যেভাবেই ক্ষমতায় আসুক সেটা কোন চিরস্থায়ী কখনই হবে না । দেশের মানুষদের মনে পুলিশবাহিনী ছাড়া অন্যান্য বাহিনীর প্রতি যথেষ্ঠ শ্রদ্ধাবোধ ও বিশ্বাস ছিল।সম্প্রতি র‌্যাবও কলংকিত হয়েছে এখন বাকী সেনাবহিনী।সেটাও বিতর্কিত ও কলংকিত হবে যদি ফেইসবুকের সেই লেখা যারা পড়বে তাদের কাছে। তাহলে আর বাকী থাকলো কি??? আমরা কি আমাদের দেশের জনগণের টাকায় লালিত ও পালিত বাহিনীর সদস্যদের কাছে এর কি কোন বিহিত হবে না বলে ধরে নিব ? প্রতিটি বাহিনী সরকারের কাজে সহায়তা করবে এটাই নিয়ম ও স্বাভাবিক কিন্তু যদি সেটা দেশের জনগণের স্বার্থ পরিপন্থি হয় সেটাও কি তারা তাদের বিবেকের তাড়নায় সেসব কুকর্ম থেকে বিরত থাকবে না ? হায়রে অভাগা দেশ ! আর কত কি দেখতে হবে আর সহ্য করতে হবে ? দুঃশাসন আর অপরাজনীতির হাত থেকে দেশ মুক্ত হোক,গণতন্ত্র মুক্তি পাক এটাই কামনা করি।

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298200
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৪৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
298230
৩১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৩৮
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগের চেয়ে ভাল কে দেশ চালাতে পারবে ? আওয়ামী লীগ মন্দের ভাল ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File