******* টমাস জেফারসন*******
লিখেছেন লিখেছেন লিচু চোর ০০৭ ০৭ জানুয়ারি, ২০১৫, ১২:৫০:৪৯ রাত
যাদের হাতে উন্নত আমেরিকার গোড়াপত্তন টমাস জেফারসন তাদের অন্যতম।
টমাস জেফারসনের মূল্যবান উক্তি, যা যুগে যুগে দেশপ্রেমিকদেরকে প্রেরণা যুগিয়ে এসেছে।
''WHEN INJUSTICE BECOMES LAW, RESISTANCE BECOMES DUTY''
"When the people fear their government, there is tyranny; when the government fears the people, there is liberty."
''স্বাধীনতা হচ্ছে একটি বৃক্ষ যাকে সব সময় স্বাধীন জাতির দেশপ্রেম ও আত্মত্যাগের রক্ত দিয়ে উজ্জীবিত রাখতে হয়, এটাই প্রাকৃতিক ও বাস্তবিক নিয়ম, এর ছেদ পড়লেই স্বাধীনতার বৃক্ষ মারা যাবে।''
-Thomas Jefferson
পৃথিবীর শ্রেষ্ঠ ১০জন প্রভাবশালী ব্যক্তিদের তালিকা তৈরি করেছিল উইকিপিডিয়া, পাঠকদের মতামত জরিপে তাদের প্রথমে নাম এসেছিল হযরত মুহম্মদ সল্লুল্লাহু আলাইহিসসালামের, সম্ভবত টমাস জেফারসনের নাম ছিল ৬ষ্ঠ অথবা নবম। আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট ছিলেন টমাস জেফারসন। দেশটির স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতাও তিনি। তিনিই আমেরিকায় বর্ণবাদের বিরুদ্ধে প্রথম কথা বলেন। ১৭৭৬ সালে স্বাধীনতা লাভের পর দেশটির ১৩টি অঙ্গরাজ্যের সীমানাও নির্ধারণ করেন জেফারসন। ক্রীতদাস আইনের বিরুদ্ধেও শক্ত অবস্থান নিয়েছিলেন মার্কিন এ রাজনীতিবিদ। তিনি ছিলেন একজন রাজনৈতিক দার্শনিক।
************ শেখ আবুল কাশেম মিঠুন ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস **************
বিষয়: বিবিধ
২৪৪৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined variable: count_total_count
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined variable: count_total_count
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : সেই তালিকায় হিটলার, স্টালিনের, নামও আছে।মন্তব্য করতে লগইন করুন