**শিশু জিহাদের মতো পাইপে আটকে আছে বিএনপি`** ---- ---- ডঃ আসিফ নজরুল
লিখেছেন লিখেছেন লিচু চোর ০০৭ ০৪ জানুয়ারি, ২০১৫, ০৩:১৪:৩৮ দুপুর
বিএনপি শিশু জিহাদের মতো পাইপে আটকা পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক আসিফ নজরুল।
রোববার জাতীয় প্রেসক্লাবে ‘৫ জানুয়ারির নির্বাচন : গণতন্ত্র ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি শিশু জিহাদের মতো পাইপে আটকা পড়েছে। আর যারা বিএনপিকে উদ্ধারের চেষ্টা করছে তারা ফায়ার সার্ভিসের কর্মী। বিএনপিকে উদ্ধারের জন্য ওই সব তরুণদের মতো সাহসী কর্মী দরকার।’
সরকার বিএনপিকে ভয় পাচ্ছে দাবি করে আসিফ নজরুল বলেন, ‘বিএনপিতো এখন বিরোধী দলেও নেই, কিন্তু তাদের এতো ভয়ের কারণ কি। সরকারের ভয়ের একটাই কারণ, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি।’
বালুর ট্রাক দিয়ে খালেদা জিয়াকে চিরদিন আটকে রাখা যাবে না এবং তাকে দলীয় কার্যলয়ে অবরুদ্ধ রাখার নিন্দা জানিছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। অনতিবিলম্বে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘কোনো রকম নিয়ম নীতি ছাড়াই বিনা কারণে বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে। বালুর ট্রাক দিয়ে তাকে চিরদিন আটকে রাখা যাবে না। এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ যখন ঝাঁপিয়ে পড়বে তখন সরকারের কোনো বাহিনীই কাজে আসবে না।’
তবে রাজপথে বিএনপির কোনো আন্দোলন নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এতো জনপ্রিয় একজন নেত্রীকে অবরুদ্ধ করে রাখা হলো, অথচ এখন পর্যন্ত বিএনপির নেতা-কর্মীদের কোনো কার্যক্রম দেখা গেল না!’
বিষয়: বিবিধ
১১৯৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন