একটু চাপা ক্ষোভ

লিখেছেন লিখেছেন মাসুম বিল্লাহ মাদানি ১১ এপ্রিল, ২০১৫, ০৭:২৩:৪০ সকাল

nullশয়তানের এক নম্বর মুরিদ, ফেরাউনের বংশধর, রক্তখেকো ডাইনী, নাস্তিক, বাংলাদেশ ও জনগণের প্রধান শত্রু, ভারতের পা চাটা দাসী এবং জনবিচ্ছিন্ন অবৈধ সরকারের প্রধান মন্ত্রী শিখা চনা জামায়াতে ইসলামীকে তার ক্ষমতায় টিকে থাকার প্রধান অন্তরায় মনে করে৷ এ জন্য দলটির নেতা- কর্মীদের উপর হামলা-মামলা, জেল-জুলুম, হত্যা, গুম, লুটপাট এবং নির্যাতনের ষ্টীম রোলার চালিয়ে যাচ্ছে৷ এমনকি শীর্ষ নেতাদের সম্পূর্ন অন্যায় ভাবে ক্যাঙ্গারু ট্রাইবুনালের মাধ্যমে হত্যা করার নীল নকসা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে৷ ইতিমধ্যে ক্যাঙ্গারু ট্রাইবুনাল অবৈধ ভাবে কেন্দ্রীয় সহ সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লাকে (রঃ) ফাঁসির মাধ্যমে শহিদ করে দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রশ্নের সম্মুক্ষীন হয়েছে৷

এরপর ও আরেক জন সহকারী সেক্রেটারী জেনারেল তরুন রাজনীতিবিদ, বুদ্ধিজীবি, সাংবাদিক, গনমানুষের নয়নের মনি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব কামারুজ্জামানকে মিথ্যা অপবাদ ও একপেশে বিচারের নামে প্রহসনের মাধ্যমে হত্যা করতে চায়৷ আজ সারা দেশের সর্বস্তরের মানুষের নিকট এ কথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে, মাওঃ মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী,আব্দুল কাদের মোল্লা ও কামারুজ্জামান গংরা নিরপরাদ এবং সম্পূর্ণ নির্দোশ৷ শুধু মাত্র ইসলামী আন্দোলন তথা জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করতেই হত্যার ষঢযন্ত্র৷

নাস্তিক হাম্বা লীগের জানা থাকা উচিত এক- দুই জন নেতা কর্মীকে হত্যা করার মাধ্যমে একটি আদর্শকে শেষ করে দেয়া যায় না৷ অতীতে ফেরাউন, নমরুদ ও আবু জাহেলরা এ নগ্ন চেষ্টায় ব্যর্থ হয়েছে৷ নির্লজ্জ আওয়ামী লীগ ও নির্দয়- নিসংশ হত্যা কান্ড বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে চরিত্র পরিবর্তন না করলে ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হবে৷

যেভাবে বাংলার মুক্তিকামী তাওহীদি জনতা ব্রিটিশ,পাকিস্তান আর মুজিবের অত্যাচারকে প্রতিহত করেছে, সেভাবে শহীদ আব্দুল কাদের মোল্লা (রঃ) সহ হাজার শহিদদের রক্তের বিনিময়ে এ দেশে আল্লাহর রাজ কায়েমের মাধ্যমে হাসু দিদিকে ও প্রতিহত করবে ইন শা আল্লাহ৷

আল্লাহ ই আমাদের উত্তম দায়িত্বশীল, অভিভাবক ও সাহায্যকারী হিসেবে যথেষ্ট৷

বিষয়: বিবিধ

১১৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314223
১১ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৯
আশাবাদী যুবক লিখেছেন : ইনশাআল্লাহ
১১ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০০
255223
মাসুম বিল্লাহ মাদানি লিখেছেন : ইনশাআল্লাহ৷
314267
১১ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩৫
১২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৫৫
300198
মাসুম বিল্লাহ মাদানি লিখেছেন : Happy>- Good Luck
314268
১১ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৫
মৃনাল হাসান লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৫৫
300199
মাসুম বিল্লাহ মাদানি লিখেছেন : شكرا

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File