আজকের দিনটি@@@
লিখেছেন লিখেছেন মাসুম বিল্লাহ মাদানি ২১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৪৯:১২ সন্ধ্যা
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ ভাষা সৈনিকগন আমাদের অহংকার৷ আমরা তাদের জন্য সব সময় ই দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, জান্নাতের মেহমান করে নেন৷ আর ঘৃনাভরে প্রত্যাক্ষান করি এ সমস্ত হিন্দু সংস্কৃতির যারা শহীদদের মাগরাতের পরিবর্তে তাদের পরকালকে কঠিন করে দিচ্ছে শহীদ মিনারে ফুল দিয়ে৷ ইসলামে এ ধরনের শির্কের কোন স্থান নাই৷
আরো যারা (কিছু কিছু ক্বওমী আলেম) উর্দু ভাষাকে ইসলামকে শিখার ও বুঝার প্রধান মাধ্যম মনে করেন৷ ভাষার বিরুদ্ধে বলছি না, একাধিক ভাষা জানা থাকা আবশ্যক৷ তাই ইংরেজী, আরবি, উর্দু ও চাইনিজসহ পৃথিবীর যে কোন ভাষা শিখা দোষের কিছু না৷ তবে ইসলাম এসেছে মক্কা-মদীনায়৷ আর সেখানকার ভাষা আরবি, কুরআনের ভাষা আরবি, রাসূল সঃ আরবি ভাষার লোক ছিলেন এবং ইসলামের প্রধান প্রধান কিতাব গুলো ও আরবিতেই রচিত হয়েছে৷ তাই ইসলামকে সঠিক ভাবে জানতে হলে আমাদেরকে আরবি থেকে জানতে হবে উর্দু থেকে নয়৷ আর আমরা বাংলা ভাষা-ভাষীরা বাংলায় অনুদিত কিতাব থেকেই ইসলামকে সহজে বুঝতে পারি মাঝখানে উর্দু টেনে কঠিন করার কোন মানে হয় না৷ আফসোস হয়!! যে বাংলা ভাষার জন্য শহীদরা জীবন দিলেন, সে দিনটি বাংলা পুন্জিকায় স্মরন করা হয় না, হয় ঈসায়ী তারিখে,,,,,,
বিষয়: বিবিধ
৯৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন