ভি.আই.পি = চরম মূর্খ লোক!!
লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ১৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:৩১:১৭ দুপুর
বর্তমান সমাজে শিক্ষিত লোকের কোন অভাব নেই যেমন অতীতে অশিক্ষিত লোকের অভাব ছিল না। প্রতিবছর শিক্ষার বাম্পার ফলনতো হচ্ছেই, এমনকি পরীক্ষায় অংশগ্রহণ না করেও জি.পি.এ ৫.০০ পাচ্ছে! শহরাঞ্চল থেকে শুরুকরে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত আজ এ+ প্রাপ্ত মেধাবীর অভাব নাই। শুনেছিলাম ১৯৬৮ তে যখন আমার মরহুম আব্বু উচ্চমাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অর্জন করেছিলেন, তখন অনেক দুর-দুরান্ত থেকে লোকজন নাকি আমার আব্বুকে একনজর দেখতে এসেছিল! আর বর্তমানে পার্শ্বের বাসার কোন ছেলে গোল্ডেন এ+ পেলেও কেউ দেখতে যায় কিনা তা আমার জানা নাই!!!
ছোটবেলা থেকেই আব্বু নামাজের জন্য অনেক বকাবকি করতেন, গুরুজন ও বড়দের সালাম দিতে বলতেন, কখনো তাদের সাথে উচ্চস্বরে কথা বলতেও নিষেধ করতেন। চেষ্টা করতাম আব্বুর সবগুলো কথা পালন করতে, আর এখনো করি।
কিন্তু এখনকার হাইব্রিড এ+ প্রাপ্ত মেধাবীদের আচার-আচরনে লজ্জিত হতে হয়। দোকানপাট অথবা অন্য কোথাও বড়দের দেখলে তার আশেপাশেও থাকার অথবা বসার চেষ্টা করতাম না। মাথানিচু করেই তাদের সাথে কথা বলতাম। কিন্তু আজ ১৪/১৫ বছরের ব্যবধানে দেখা যায়, হাইব্রিড এ+ প্রাপ্ত মেধাবীদের মাথায় মেধা এতবেশি পরিমানে গিজ গিজ করতেছে যে জুনিয়র সিনিয়র ভেবে কথা বলার মত হিতাহিত জ্ঞান ও তাদের থাকেনা এমনকি সিনিয়রেরা নিজের সন্মান রক্ষার্থে তাদের কাছ থেকে যত নিরাপদ দুরত্বে থাকা যায়, ততই কল্যানকর মনে করেন!
শুধু মাত্র কোরআন, হাদিস ও ইসলামিক জ্ঞানের অভাবেই আজ সমাজের এই চরম অধঃপতন। বর্তমান যুগের ছেলেমেয়েরা মনে করে, কোরআন, হাদিস ও ইসলাম থেকে যতবেশি দূরে থাকা যায়, নিজেকে ততবেশিই আধুনিক দাবি করা যায়! তার উপর বিজাতীয় কালচার তো আছেই!! কিন্তু অভিবাবকেরা কি আদো চিন্তা করেন, তাদের সন্তানেরা কেন এমন হচ্ছে? কেন তারা পিতা-মাতা, গুরুজন ও বডদের শ্রদ্ধা করেনা?অনেক পিতা-মাতা আছেন, যারা সন্তানদের ধর্মীয় শিক্ষাকে অকেজো ও সেকেলের মনে করেন, তাই ঐ সমস্ত আধুনিক পিতা-মাতাদের জন্য বিদ্ধাশ্রমের পরিধি ও বৃদ্ধি পাচ্ছে। আর সন্তানদের কোরআন, হাদিস ও ইসলামি শিক্ষা না দেওয়ার জন্য এই আধুনিক পিতা-মাতাদের মহান আল্লাহর দরবারে কঠিন জবাবদিহি করতেই হবে।
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, "তুমি যতই ডিগ্রিধারী শিক্ষিত হও, কিন্তু তোমার কাছে যদি কোরআন, হাদিস ও ইসলামিক জ্ঞান না থাকে তাহলে তুমি গন্ড মূর্খ " আজ মরহুমের কথাটা ১০০ ভাগ সত্য প্রমাণিত হচ্ছে!
তাই আমি বলি, যারা দুনিয়াবি শিক্ষার পাশাপাশি কোরআন, হাদিস ও ইসলামিক শিক্ষাও গ্রহন করেন তারাই হচ্ছেন VIP(Very Important Person)। আর যারা শুধুমাত্র দুনিয়াবি শিক্ষা গ্রহন করে নিজেকে আধুনিকতার স্রোতে ভাসিয়ে দেয় তারা হচ্ছে শুধুমাত্র..."VIP = Very Idiot Person"
বিষয়: বিবিধ
২৬২২ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ্ আমাদের জ্ঞান বাড়িয়ে দিন
"রাব্বি জিদনী ইলমাহ"
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
খুব ব্রিলিয়ান্ট রেজাল্ট যেহেতু তাই তাদের ভাব সাবই আলাদা
কেয়ার করি নাহ হা
চমৎকার ও সাবলীল উপস্হাপনা বিষয় কে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে!
দ্বীনের শিক্ষা ছাড়া নৈতিকতার অধঃপতন রোধ করা কখনই সম্ভব নয়!!
মন্তব্য করতে লগইন করুন