মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়নে তৈরি হল সানিয়াজান আধুনিক গুচ্ছগ্রাম
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩১ মে, ২০১৭, ০৪:০৪:১২ বিকাল
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা আর প্রতিশ্রুতি মোতাবেক ডিজিটাল বাংলাদেশ ও মধ্যম আয়ের দেশ গড়ার প্রত্যয় নিয়ে লালমনিরহাট জেলার পাটগ্রামের সানিয়াজান গুচ্ছগ্রাম এলাকায় মডেলে রুপ নিয়েছে। ২.১২ একর জমির ওপর ৪০টি পরিবারকে পুনর্বাসিত প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারকে একটি করে টিনের ঘর, স্যানিটারি ল্যাট্রিন, নলকূপ, তাদের জমির ৪০টি নামজারীর রেজিস্ট্রিকৃত কবুলিয়ত দেওয়া হয়েছে। বিনোদনের জন্য সেমিপাকা মাল্টিপারপাস হল রুম তৈরি করে দেওয়া হয়েছে। বিদ্যুতের আলোয় আলোকিত করতে প্রতিটি পরিবারের মাঝে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। বসতবাড়ির আঙ্গিনায় আম, লিচু, কাঁঠাল, পেঁপেসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। উন্নতমানের চুলা দেওয়া হয়েছে। গুচ্ছগ্রামবাসীদের স্বাবলম্বী করতে বিআরডিবির মাধ্যমে হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগল পালনের ওপর ৩৯ জন মহিলা ও ২৯ জন পুরুষকে প্রশিক্ষণ দিয়ে ঋণ দেওয়া হয়েছে। মৎস্য বিভাগের উদ্যোগে নদীতে ভাসমান খাঁচায় ও টিউবওয়েলের পানিতে মাছ চাষের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষি বিভাগের মাধ্যমে বাড়ির আশপাশে ও নদীতে ভাসমান পদ্ধতিতে শাক-সবজির বাগানের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গুচ্ছগ্রামটিতে মোবাইল ফোন কানেকটিভিটির মাধ্যমে গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক ও টেলিটক সংযোগ কাজ করছে। এই প্রকল্প এলাকায় সুবিধাভোগী হিসেবে রয়েছেন দুইজন বীর মুক্তিযোদ্ধা পরিবার, একজন প্রতিবন্ধী পরিবার, ছয়জন বিধবা পরিবার, চারজন স্বামী পরিত্যক্তা পরিবার ও ২৭ জন সাধারণ ভূমিহীন পরিবার। গত ৩ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সানিয়াজান গুচ্ছগ্রাম প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর থেকে সেখানে সাধারণ মানুষের মাঝে ফিরে এসেছে স্বস্তি ও আনন্দের বন্যা। সেখানে রীতিমত দোকান পাট, শাক-সবজির বাগান, আম, লিচু ও বিভিন্ন গাছের সমারোহ, হাঁস-মুরগি, কবুতর পালন। কেউবা লাউ, মিষ্টিকুমড়া, লালশাক, পালংশাক, বরবটির চাষ করছে। সমাজে যারা অবহেলিত, যারা ভূমিহীন তাদের প্রতি দৃষ্টি রেখেই মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যোগ। সফল হোক এই উদ্যোগ এ প্রত্যাশা সবার।
বিষয়: বিবিধ
৭২৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন