উন্নয়নের নবধারা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৪৪:০৬ দুপুর

সমৃদ্ধ আগামী বিনির্মাণের লক্ষ্যে বর্তমান গণমুখী সরকারের গৃহিত নানা ইতিবাচক কর্ম প্রচেষ্টার ফলে ঔষধ শিল্প বর্তমানে বাংলাদেশে একটি উদীয়মান শিল্পখাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। এদেশে উৎপাদিত ঔষধ ইতোমধ্যে বিশ্বের ১৩৩টি দেশে রফতানি হচ্ছে। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ পেটেন্টেড ওষুধ উৎপাদনের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) থেকে ২০৩৩ সাল পর্যন্ত ছাড় পেয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে ঔষধ শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করতে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঔষধ শিল্পনগরী তথা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) শিল্পপার্ক স্থাপন করা হয়েছে, আগ্রহী শিল্প উদ্যোক্তাদের মাঝে আগামী অক্টোবরের মধ্যেই এই প্রকল্পে প্লট বরাদ্দ দেয়া হবে। ইতোমধ্যে ৯০ শতাংশ কাজ সম্পন্ন এ শিল্পনগরীতে ৪২টি শিল্প ইউনিটের অনুকূলে প্লট বরাদ্দ দেয়া হবে। এপিআই শিল্পপার্কে উৎপাদন শুরু হলে ওষুধ শিল্পের কাঁচামালখাতে আমদানি খরচ ৭০ শতাংশ কমে আসবে, ফলে এ খাতে আমদানি ব্যয় সাশ্রয়ের পাশাপাশি রফতানি আয়ও বাড়বে।

বিষয়: বিবিধ

৯৩৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377718
১৯ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:৩৮
হতভাগা লিখেছেন : বাংলাদেশ সরকারের উচিত আফ্রিকা , সোভিয়েত ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের বাজার ধরা ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File