ব্যাপক কর্মসংস্থান এবং মূল্যস্ফীতি হাতের মুঠোয় ধরে রাখার লক্ষ্য নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩২:৫১ বিকাল
বিশ্ব অর্থনীতি যখন আশা-নিরাশার দোলাচলে দোল খাচ্ছিল, সে সময় বাংলাদেশ অর্থনীতি ছিল শক্ত অবস্থানে। গত কয়েক বছর টানা ৬ শতাংশে ঘরে অর্জিত হয়েছে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি। এটি ছিল দেশের অর্থনীতির সবচেয়ে সাফল্যের দিক। এমনকি বিশ্বব্যাংকও এ অবস্থার প্রশংসা করেছিল। কিন্তু মধ্য আয়ের দেশে যাওয়া স্বপ্ন পূরণে এখানেই আত্মতুষ্টিতে ভুগতে চায় না সরকার। ধারাবাহিকভাবে এগিয়ে নিতে চায় এই উন্নয়ন। আর সেজন্য ৬ শতাংশ প্রবৃদ্ধি বৃত্ত ভাঙ্গার পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের (২০১৬-২০) জন্য চূড়ান্ত করা হয়েছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) চূড়ান্ত অনুমোদনের আগে আজ এই পরিকল্পনা উপস্থাপন করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে। তিনি সম্মতি দিলেই শেষ ধাপে পৌঁছে যাবে অনুমোদনের। আগামী পাঁচ বছরে নতুন ১ কোটি ৬২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশী ও বিদেশী মিলে এ পরিমাণ কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। দেশকে মধ্যম আয়ে নিয়ে যাওয়া, দারিদ্র্য কাক্সিক্ষত পর্যায়ে নামিয়ে আনা, ৬ শতাংশ প্রবৃদ্ধির বৃত্ত ভেঙ্গে আগামী ৫ বছরে ৮ শতাংশে উত্তরণ, কৃষি থেকে শিল্প নির্ভর অর্থনীতি, ব্যাপক কর্মসংস্থান এবং মূল্যস্ফীতি হাতের মুঠোয় ধরে রাখার লক্ষ্য নিয়ে বাস্তবায়ন করা হবে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। ছয়টি বিষয় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রায় চূড়ান্ত করা হয়েছে।
বিষয়: বিবিধ
৮০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন