চার দেশের মধ্যে যোগাযোগের নতুন মাত্রা যোগ হচ্ছে। ৬ রুট চূড়ান্ত

লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩৪:৪৫ বিকাল

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যোগাযোগের নতুন মাত্রা যোগ হচ্ছে। এই চার দেশে যাত্রীবাহী যানবাহন চলাচলের জন্য সম্ভাব্য ৬টি রুট ঠিক করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর, ২০১৫ থেকে ১ ডিসেম্বর, ২০১৫'র মধ্যে চার দেশের প্রতিনিধি সমন্বয়ে বিবিআইএন (বালাদেশ-ভুটান-ভারত-নেপাল) মোটর র্যা লি অনুষ্ঠিত হবে। এটি ভারতের উড়িষ্যা থেকে শুরু হয়ে নেপাল, ভুটান, বাংলাদেশ ঘুরে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে শেষ হবে। প্রথম রুটটি কলকাতা (ভারত)-পেট্রাপোল/ বেনাপোল-যশোর-ঢাকা-চট্টগ্রাম, দ্বিতীয়টি চট্টগ্রাম-ঢাকা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বুড়িমারি/চেংড়াবান্ধা-শিলিগুড়ি, তৃতীয় রুট ঢাকা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বুড়িমারি/চেংড়াবান্ধা-জয়গাঁও(ভারত)/ ভুটান-থিম্পু (ভুটান), চতুর্থ রুট ঢাকা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বাংলাবান্ধা/ফুলবাড়ি(ভারত)-পানিটা(ভারত)/কাকরভিটা(নেপাল)-কাঠমান্ডু ও নেপাল, পঞ্চমটি কলকাতা-ঢাকা-সরাইল-সিলেট-তামাবিল/দৌকি(ভারত)-শিলং-গৌহাটি(ভারত)-সম্দ্রুপ,ঝংকার, ষষ্ঠ রুট খুলনা-যশোর-বেনাপোল/পেট্রাপোল(ভারত)-কলকাতা(ভারত) হওয়ার সম্ভাবনা বেশি। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে উপ-আঞ্চলিক সম্পর্ক উন্নত করতে এ র্যা লির উদ্যোগ নেওয়া হয়েছে, যা যোগাযোগ ও কূটনীতির এক অনন্য মাইলফলক।

বিষয়: বিবিধ

৭৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File