সরকারের পরিকল্পনায় ঢাকা কমিউনিটি হাসপাতালে বিনামূল্যে ঠোঁট কাটা, তালুকাটা রোগীর অপরাশেন

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫৩:১৪ বিকাল

প্রতি বছরের মত এবারও ঢাকা কমিউনিটি হাসপাতালে বিনামূল্যে ঠোঁট কাটা, তালু কাটা শিশুদের অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা কমিউনিটি হাসপাতাল ও মার্সি মালয়েশিয়ার যৌথ উদ্যোগে মালয়েশিয়ার বিশেষজ্ঞ সার্জনদের দ্বারা পরিচালিত হচ্ছে এই অপারেশন কার্যক্রম। মার্সি মালয়েশিয়া ক্লিপ প্রজেক্ট এর এটি নবম মিশন। এই অপারেশন কার্যক্রম শুরু হয়েছে ৪ সেপ্টেম্বর থেকে, চলবে ১০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কমিউনিটি হাসপাতালের রুরাল স্বাস্থ্য কেন্দ্রগুলোর মাধ্যমে এবার ৭০ জন ঠোঁট কাটা তালু কাটা শিশু রুগৗ অপারেশন করার জন্য সংগ্রহ করা হয়েছে। অপারেশনের পর ঢাকা কমিউনিটি হাসপাতাল এদের ফলো আপ করে থাকে। ১৯০৮ সাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে গত ৮ টি মিশনে সর্বমোট ৪৪৭টি অপারেশন সম্পন্ন হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র রোগীরা উন্নতমানের চিকিৎসাসেবা পেয়ে থাকেন। এমন মহতী ব্যবস্থা চালু রাখায় দেশের হতদরিদ্র মানুষ উপকৃত হচ্ছে। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বিষয়: বিবিধ

৭৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File