পায়রা বন্দর ঘিরে অর্থনৈতিক মহাপরিকল্পনা সরকারের
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৮ আগস্ট, ২০১৫, ০৪:০৪:৫৪ বিকাল
অগ্রাধিকারভিত্তিক প্রকল্পে পায়রা সমুদ্রবন্দর নির্মাণে মহা পরিকল্পনা নিয়েছে সরকার।পায়রা বন্দরের পোতাশ্রয় উন্নয়নে রাবনাবাদ চ্যানেলকে কেন্দ্র করে চারপাশে প্লট নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পায়রা বন্দরের সঙ্গে বহুমুখী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, বন্দরের পশ্চাৎভূমির উন্নয়নেও তারা অংশ নেওয়ার প্রস্তাব আছে। প্রস্তাবিত মহাপরিকল্পনা অনুযায়ী বন্দরের চারপাশে সবুজ বেষ্টনী তৈরি হবে উপকূলীয় অঞ্চলে। ইকোপার্কের পাশাপাশি বন্যপ্রাণীর জন্য থাকবে অভয়ারণ্য। এ ছাড়া নির্মাণ করা হবে কয়লা টার্মিনাল। তা কাজে লাগিয়ে ৬ হাজার ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গড়ে তোলার চিন্তা-ভাবনা আছে। একই সঙ্গে এই বন্দরকে ঘিরে তৈরি করা হবে জাহাজ নির্মাণ শিল্প এবং বিশেষ রপ্তানি অঞ্চল। বন্দর সুবিধা কাজে লাগিয়ে এখানে তৈরি হবে তেল শোধনাগার, সার কারখানা।এ ছাড়া বরিশালের সঙ্গে পটুয়াখালীর চার লেন বিশিষ্ট সড়ক যোগাযোগ তৈরি হবে।
বিষয়: বিবিধ
৮২১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন