পুলিশের ভাবমূর্তি নষ্ট করতেই পুলিশের বিরুদ্ধে পেট্রোলবোমা মারার অভিযোগ করছেন খালেদা জিয়া
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৬ জুলাই, ২০১৫, ০৬:০৫:০৪ সন্ধ্যা
বিএনপির আন্দোলনে পুলিশই বাসে পেট্রোলবোমা ছুড়েছে- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কেউ যদি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য রাজনৈতিক বক্তব্য দেয়তা দুঃখজনক। দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে এমন বিরূপ বক্তব্য প্রত্যাশিত নয়। বিএনপি চেয়ারপারসনকে আরও দায়িত্বশীল বক্তব্য দেওয়ার উচিত ছিল। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেন, 'বিএনপির আন্দোলনকালে পুলিশই গাড়ি পুড়িয়েছে এবং পেট্রোলবোমা মেরেছে।' 'পুলিশ পেট্রোলবোমা না ছুড়লে' বিএনপির তিন মাসের আন্দোলন বন্ধ হতো না বলেও ওই অনুষ্ঠানের বক্তৃতায় দাবি করেন বিএনপি চেয়ারপারসন। পুলিশের বিরুদ্ধে পেট্রোলবোমা মারার যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। পুলিশের ভাবমূর্তি নষ্ট করতেই এ ধরনের মন্তব্য করা হচ্ছে। সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে জাতি এ ধরনের বক্তব্য আশা করে না। আমরা চাইব সমাজে যারা দায়িত্বশীল, তারা দায়িত্বশীল কথা বলুক। বিএনপির লাগাতার আন্দোলনে কারা পেট্রোলবোমা ছুড়েছে, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা সবাই জানে। এটা সূর্যের আলোর মতো সত্য। কোনো অন্ধকার দিয়ে তা ঢাকা যাবে না। পুলিশ অনেককে হাতেনাতে ধরেছে, জনতাও অনেককে ধরে দিয়েছে। তাদের পরিচয় পুলিশের কাছে রয়েছে। অনেকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এরা কোন দলের সদস্য সে রেকর্ডও পুলিশ কাছে রয়েছে।
বিষয়: বিবিধ
৮৫২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন