উন্নয়নে ভরপুর একটি রাষ্ট্র এখন বাংলাদেশ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৫ জুন, ২০১৫, ০২:২৯:০৩ দুপুর



রাষ্ট্রের গৌরবময় অর্জনের জন্য গণসংবর্ধনা নিয়ে শেখ হাসিনা উদাহরণ সৃষ্টি করলেন। কারণ ইতিপূর্বে দেশের কোনো সরকারপ্রধান রাষ্ট্রের গৌরবময় অর্জনের জন্য বা প্রশাসনিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জনপ্রশাসনে যুগান্তকারী সংস্কার সাধনের জন্য এ ধরনের কোনো সংবর্ধনা নিয়েছেন বলে জানা নেই। এর কারণ, রাষ্ট্রের তিনটি অঙ্গ- নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইনসভার সম্মিলিত প্রচেষ্টায় এবং জনগণের সার্বিক সহযোগিতায় রাষ্ট্র যখন কোনো অনন্য গৌরব অর্জনে সক্ষম হয়, তখন সেটি হয় রাষ্ট্রের গৌরব, কোনো ব্যক্তির নয়। উদাহরণস্বরূপ, সরকারের কূটনৈতিক দক্ষতা এবং বাংলাদেশের স্থপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুউচ্চ ব্যক্তিত্বের কারণে ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষর সম্ভব হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু এ জন্য কোনো সংবর্ধনা নেননি। প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদ সফলভাবে সরকার পরিচালনা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি বিভিন্ন দেশের সরকার এবং/অথবা জনগণের সমর্থন আদায়ে সক্ষম হয়েছিলেন। তার বিচক্ষণতা ও দূরদর্শিতার ফলে ভারতীয় বাহিনীর সহায়তায় আমাদের মুক্তিবাহিনী পাকিস্তানি বাহিনীকে যুদ্ধে পরাজিত করে মাত্র নয় মাসে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনে। তাজউদ্দীন আহমদও এ জন্য কোনো গণসংবর্ধনা নেননি। শেখ হাসিনা গণসংবর্ধনা নিয়ে যে নজির সৃষ্টি করলেন, পরবর্তী সরকারপ্রধানদের তা প্রভাবিত করতে পারে। বাংলাদেশ আজ আর্থ-সামাজিকভাবে এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় অনেকে বাংলাদেশকে তলাহীন ঝুড়ি বলে বিদ্রুপ করেছিলেন। কিন্তু বাংলাদেশ এখন আর তলাহীন ঝুড়ি নয়। সেই ঝুড়ি এখন উন্নয়নে ভরপুর। বাংলাদেশ এখন উন্নয়নে ভরপুর একটি রাষ্ট্র। দেশের সব মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের দায়িত্ব এবং আওয়ামী লীগের নীতি হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণের উন্নয়ন। সরকারের লক্ষ্য ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা, সুসম্পর্ক বজায় রাখা, আর্থ-সামাজিক উন্নয়নে অংশীদারিত্ব সৃষ্টি করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দারিদ্র্যের হাত থেকে দেশকে মুক্ত করা।

বিষয়: বিবিধ

৭৫৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324820
০৫ জুন ২০১৫ দুপুর ০২:৩৯
এ,এস,ওসমান লিখেছেন : উন্নয়নের জোয়ারে বাংলাদেশের ভরাডুবি Happy) Happy) Happy) Oh go On Oh go On Oh go On Hot Hot Hot
324824
০৫ জুন ২০১৫ দুপুর ০২:৫৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
324884
০৫ জুন ২০১৫ রাত ০৮:২১
রক্তলাল লিখেছেন : গান্জার নৌকা পাহাড় দিয়া যায়।

আর বাংলাদেশে উন্নয়নের জোয়ার বহিয়া যায়।

BREAKING NEWS: ইউরোপ এমেরিকা থেকে দলে দলে ঐসব দেশের নাগরিকরা বাংলাদেশে আসছে মুচি মেথরের কাজ করে ভাগ্য বদলানোর জন্য।


324885
০৫ জুন ২০১৫ রাত ০৮:২২
রক্তলাল লিখেছেন : তুই এত বড় পাগল যে কোনো মানসিক হাসপাতালও গ্রহণ কেবে না।

324886
০৫ জুন ২০১৫ রাত ০৮:২৩
রক্তলাল লিখেছেন : করবে না*

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File