নানামুখী চাপে আছেন দলের হতাশাগ্রস্ত নেতাকর্মীদের নিয়ে

লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৫ জুন, ২০১৫, ০২:৩১:৪৭ দুপুর



নানামুখী চাপে খালেদা রাজনৈতিকভাবে চতুর্মুখী চাপের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দল পুনর্গঠন, ২০ দলীয় জোটের ঐক্য ধরে রাখা, সরকারবিরোধী আন্দোলনে ব্যার্থ হওয়া সহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েই তার ওপর এই চাপ তৈরি হয়েছে। দিন যত যাচ্ছে, খালেদা জিয়ার ওপরও চাপ তত বাড়ছে। লাগাতার হরতাল-অবরোধের বিরতির তিন মাস অতিবাহিত হলেও বিএনপির স্বাভাবিক রাজনৈতিক কোনো কর্মসূচিই ঠিকমতো এগোচ্ছে না। আন্দোলনের বিরতির তিন মাস পার হলেও দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির আজ পর্যন্ত কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। সহসা বৈঠক হবে কিনা সেটাও জানেন না শীর্ষ নেতারা। আন্দোলন পরবর্তী সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জোটের শীর্ষ নেতাদের মধ্যেও কোনো আলোচনা হয়নি। নতুন জাতীয় নির্বাচন আদায়ের দুই দফা আন্দোলনে কাক্ষিত সফলতা না আসায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি হয়েছে। সময় যত গড়াচ্ছে নেতাকর্মীদের মধ্যে ততই হতাশা বাড়ছে। দলের নেতাকর্মীদের হতাশার চিত্র প্রকাশ হতেও শুরু করেছে। এমনকি ২০ দলীয় জোট নিয়ে পুনরায় হি¬¬¬¬সাব-নিকাশ করার তাগিদ দিচ্ছেন কেউ কেউ। বিশেষ করে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক রাখা না রাখা নিয়ে দলের ভেতর সমালোচনার মুখে বিএনপির শীর্ষ নেতৃত্ব। এর মধ্যে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে জোটের শরিক কয়েকটি ছোট দলের নেতাদের মধ্যে অস্থিরতা।

বিষয়: বিবিধ

৫৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File