নির্বাচনী আচরণবিধি মানছেন না বেগম খালেদা জিয়া

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ এপ্রিল, ২০১৫, ১০:০০:২০ রাত



আসন্ন সিটি নির্বাচনে আচারন বিধি লঙ্ঘন করে আবারও সোডাউন করছেন খালেদা জিয়া।নির্বাচনী আচারন বিধি অনুযায়ী কোন রাস্তা বন্ধ করে জনগণের ভুগান্তির দিয়ে সবা সমাবেশ নিষিদ্ধ। কিন্তু বেগম খালেদা জিয়া বারবার সে নিয়ুম আমান্য করে নির্বাচনী প্রচারনা চালাছে। ফলে প্রশ্ন বিদ্ধ হছে সিটি নির্বাচন । তাই জনমনে আজ প্রশ্ন উঠেছে ।খালেদা জিয়ার এমন আচারন কতটুকু যৌক্তিক? ।যারা লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা বলে তারাই আবার এমন প্রস্নবিদ্ধ আচারন করছে। বেগম জিয়ার উচিৎ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচনী পরিবেশ তৈরীতে সহায়তা করা।

বিষয়: বিবিধ

৯৪২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316714
২৪ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৯
রক্তলাল লিখেছেন : তুই মানতে থাক।

তোরে লোকজন ভোট দিব। ছাগল - তোর হাসিনা খুব বিধি নিষেধ মানতেছে? ৫% ভোট এর সরকার - নির্লজ্জ

316766
২৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:৩১
আবরণ লিখেছেন : @ইগলের চোখ। আপনার সাঈদ খোকন যথন জাতীয় মসজিদ বায়তুল মোররমে গিয়ে ভোট চায় তখন চোখ কোথায় থাকে? যখন আপনাদের স্বৈারাচারের দোসর থু থু বাবা এরশাদ নির্বাচনী আচরণ বিধি লংঘন করেন তখন আপনি কি করেন ? খালেদা জিয়াকে আপনাদের এত ভয় কেন? খালেদা জিয়ার আচরণ বিধি লংঘনের কথাটা বলার আগে নিজেদের আচরণটা আগে ঠিক করেন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File