বৈধভাবে সিম নিবন্ধন কী দেশের সচেতন নাগরিকের কাছে কাম্য নয়?

লিখেছেন লিখেছেন আমি অরন্য ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০১:৫৩ বিকাল

মোবাইলফোন বর্তমান বিশ্বে ব্যবহৃত একটি উল্লেখযোগ্য ডিভাইস। অনেক মোবাইল ফোনই স্মার্ট ফোন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কথা বলার পাশাপাশি এ ধরনের ফোনগুলো অন্যান্য বিষয়েও ব্যবহৃত হয়ে আসছে। সিম এই ডিভাইসের একটি প্রয়োজনীয় উপাদান। বর্তমানে একাধিক সিম অপারেটর কোম্পানি দেশের জনগণকে এই সেবা দিয়ে আসছে। সিমের চলমান নিবন্ধন যাচাই-বাছাই প্রক্রিয়ায় দেখা গেছে, একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে হাজার হাজার সিম নিবন্ধন দেখিয়েছে মোবাইল অপারেটররা।এটা কখনই একটি দেশের জন্য মঙ্গল হতে পারে না।একজন নিরপরাধ ব্যক্তির এনআইডি ব্যবহার করে ভুয়া নিবন্ধিত সিমের মাধ্যমে তাকে দোষী সব্যস্ত করাটা এখন সহজ হয়ে যাচ্ছে। বৈধভাবেই অনেকে একাধিক সিম রাখেন, তাদেরও সুযোগ দিতে চায় সরকার। তাই বলে অবৈধপন্থায় সিম নিবন্ধন করা জরুরী নয়। এটা কারও জন্য কাম্য নয়।সাম্প্রতিক সময়ে ভুয়া নিবন্ধিত এবং অনিবন্ধিত সিম ব্যবহার করে খুনোখুনি, প্রতারণা, ছিনতাই, ডাকাতি, অপহরণসহ নানা ধরনের অপরাধ হচ্ছে। ভুয়া নিবন্ধনের কারণে অপরাধীদের ধরতে আইন প্রয়োগকারী সংস্থা বিপাকে পড়তে হচ্ছে, তেমনি ভুয়া আইএমইআই নম্বরের মোবাইল ফোন ব্যবহারের কারণে অপরাধী শনাক্ত করতেও র্যা ব-পুলিশকে বেকায়দায় পড়তে হয়। অনিবন্ধিত বা ভুয়া নিবন্ধিত সিমের জন্য আসলে স্থানীয় এজেন্টরাই দায়ী। তাই আমাদের সকলকে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে সরকারের কার্যক্রমকে সফল করতে এগিয়ে আসতে হবে এবং সাথে সাথে সিমের ভুয়া নিবন্ধন রোধ করতে হবে।

বিষয়: বিবিধ

৭৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File