বাংলাদেশ অর্থনীতির উদীয়মান বাঘ

লিখেছেন লিখেছেন আমি অরন্য ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩০:৪৬ দুপুর

অর্থনীতি যেকোনো দেশের মূল চালিকাশক্তি। অর্থনীতির ওপর ভর করেই দেশ এগিয়ে যায়; মানুষের জীবনমান উন্নত হয়। আর বর্তমান মুক্তবাজার অর্থনীতিতে আন্তর্জাতিক বাজারে শক্ত উপস্থিতি থাকতে হয়। বহির্বাণিজ্যের ভিত যত শক্ত হয়, বিশ্বপরিমণ্ডলে প্রভাবও তত বেশি থাকে। প্রাকৃতিক সম্পদ, সস্তা শ্রমসহ নানা উপকরণে সমৃদ্ধ বলে বাংলাদেশকে অনেকেই অর্থনীতির উদীয়মান বাঘ বলে থাকে। কিন্তু আমরা সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারছি না নানা প্রতিবন্ধকতায়, যার অন্যতম হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। তবে আশার কথা হচ্ছে, বছরের প্রথম তিন মাসের রাজনৈতিক সহিংসতার বৃত্ত থেকে বেরিয়ে এসে দেশ মোটামুটি একটা স্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়ছে।অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে হোঁচট খাওয়ার পরও ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় মাসে চমক দেখিয়েছে রপ্তানি খাত। আয় বেড়েছে ২৮ শতাংশ। বৃদ্ধির এই হার লক্ষ্যমাত্রা থেকে ৮ শতাংশেরও বেশি এবং এক মাসে এত বেশি হারে রপ্তানি বৃদ্ধির রেকর্ড নিকট অতীতে নেই। পোশাক খাতের রপ্তানি বৃদ্ধির সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতার রয়েছে ওতপ্রোত সম্পর্ক। চলতি বছরের প্রথম তিন মাসে বিএনপি নেতৃত্বাধীন জোটের লাগাতার অবরোধ কর্মসূচি চলাকালে বহু বিদেশি ক্রেতা তাদের কার্যাদেশ প্রত্যাহার করে নেন। এ কারণেই গত জুলাইয়ে এ খাতে রপ্তানির হার ছিল উদ্বেগজনকভাবে কম। আগস্টে যে রপ্তানি আয় হয়েছে, তার বেশির ভাগই এসেছিল এপ্রিল মাসে। আশা করা যায়, আগামী মাসগুলোতে তা আরো বাড়তে পারে।

বিষয়: বিবিধ

৭২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File