ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এক লাখ 'ওয়াই-ফাই হটস্পট' স্থাপনের উদ্যোগে সরকারী তৎপরতা
লিখেছেন লিখেছেন আমি অরন্য ২২ জুলাই, ২০১৫, ০৩:১৫:২০ দুপুর
রূপকল্প-২১ বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে আগামী দুই বছরের মধ্যে উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত অপটিক্যাল ফাইবার স্থাপনের মাধ্যমে দেশের এক হাজার ২০০টি ইউনিয়ন পর্যায়ে এক লাখ 'ওয়াই-ফাই হটস্পট' স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।যেখানে সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবে।২০১৫ সালের ডিসেম্বরে শুরু হয়ে ২০১৭ সালের নভেম্বর প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পর্যায়ে বাস স্টেশন ও লঞ্চঘাট এবং ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রগুলোতে এই হটস্পট স্থাপন করা হবে। এ ছাড়া সারা দেশের ইউনিয়ন পর্যায়ে স্থাপন করা হবে ৫৫৪টি বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সেন্টার। এ ছাড়া যেসব সরকারি অফিসে ইন্টারনেট সংযোগ রয়েছে, সেখানে রাউটার বসিয়ে ওই অফিসে সেবা নিতে আসা লোকদেরও নেটওয়ার্কের আওতায় আনার সিধান্ত নিয়েছে সরকার। পাইলট ভিত্তিতে নির্মাণ করা হবে ক্লাউড প্ল্যাটফর্ম, বাড়বে বিদ্যমান নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমের ধারণক্ষমতা। এ ছাড়া প্রয়োজনীয় নেটওয়ার্ক যন্ত্রাদি ও হেল্প ডেস্ক স্থাপন করা হবে। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে বাস স্টেশন, লঞ্চঘাট, বড় হাটবাজার ও তথ্যসেবা কেন্দ্র আছে এসব জায়গায় ওয়াই-ফাই হটস্পট করা হবে।এতে মোট ব্যয় হবে এক হাজার ৮৩৬ কোটি টাকা। এটি একটি জনগুরুত্বপূর্ণ প্রকল্প এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জরুরি ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করবে সরকার।
বিষয়: বিবিধ
৭১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন