কয়লা পুড়িয়ে আলো ও শক্তি উৎপাদনের মধ্য দিয়ে অন্ধকার দূর করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক মহাকর্মযজ্ঞ শুরু হয়েছে বর্তমান সরকারের উদ্যোগে
লিখেছেন লিখেছেন আমি অরন্য ১০ জুন, ২০১৫, ০৩:২০:১৪ দুপুর
বিদ্যুৎশক্তি ছাড়া আধুনিক জীবনযাপন একেবারেই অসম্ভব। দেশের জনগণের জীবনমান ও জীবিকার সংস্থানে বিদ্যুতের কোনো বিকল্প নেই। অপরিহার্য এই বিদ্যুৎশক্তির পর্যাপ্ত জোগানের জন্য বর্তমান সরকার স্বল্পমেয়াদি ভাড়া বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে জরুরি বিদ্যুৎ চাহিদা মিটিয়েছে। এখন সময় এসেছে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ প্লান্টে বিনিয়োগের মাধ্যমে দেশের সার্বিক বিদ্যুৎ চাহিদা পূরণ করার। সরকারের ভিশন-২০২১ অনুযায়ী ২০২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো অপরিহার্য। সে লক্ষ্যকেই সামনে রেখে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যাপক মাস্টার প্ল্যান প্রণীত হয়েছে। এজন্য ইতিমধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ১০টি চুক্তি স্বাক্ষর হয়েছে সরকারের সঙ্গে বিভিন্ন দেশ ও সংস্থার। এই বিদ্যুৎ প্লান্টগুলো থেকে ২০৩০ সাল নাগাদ প্রায় ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। বর্তমানে দেশের ৭১ শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহারের আওতায় রয়েছে। সরকারের লক্ষ্য প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া। সরকার প্রণীত পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান ২০২০ এর আওতায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, তরল জ্বালানি, ডুয়েল ফুয়েল এবং নবায়নযোগ্য জ্বালানি শক্তি ব্যবহার করেও নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রত্যন্ত অঞ্চলে সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ উৎপাদনের বিষয়টি সুবিদিত। বাংলা লোকবাক্যে একটা কথা আছে- কয়লা ধুইলে ময়লা যায় না, অর্থাৎ কয়লা এমনই যে তার কৃষ্ণত্ব দুরপনেয়। তবে কয়লা ধুয়ে ময়লা দূর করতে না পারলেও কয়লা পুড়িয়ে আলো ও শক্তি উৎপাদনের মধ্য দিয়ে অন্ধকার দূর করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক মহাকর্মযজ্ঞ শুরু হয়েছে বর্তমান সরকারের উদ্যোগে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে সরকারের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বিদ্যুতের কোনো বিকল্প নেই। শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টিতে বিদ্যুতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তা সত্ত্বেও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের এই উদ্যোগ যেন আমাদের পরিবেশের ক্ষতির কারণ না হয় সেদিকে সতর্ক থাকার কথা আমরা স্মরণ করিয়ে দিতে চাই। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যাতে পরিবেশবান্ধব হয় সেটি নিশ্চিত করা গেলে আমরা হয়তো কয়লাকে সত্যি সত্যি ময়লা পরিষ্কারের কাজে লাগাতে পারব।
বিষয়: বিবিধ
৬৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন