সরকারের কূটনৈতিক সফলতার ফলেই বাংলাদেশকে দ্বিতীয় যুদ্ধজাহাজ উপহার দিল যুক্তরাষ্ট্র
লিখেছেন লিখেছেন আমি অরন্য ১০ মে, ২০১৫, ০৮:১৩:৩৫ রাত

বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে একটি যুদ্ধজাহাজ উপহার দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন কোস্টগার্ডের কার্টার রাশ 'বিএনএস সমুদ্র অভিযান' নামক যুদ্ধজাহাজটি বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়েছে। বুধবার ক্যালিফোর্নিয়ার অ্যালামেডায় যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের দ্বীপে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বাংলাদেশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে জাহাজটি হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের দেওয়া দ্বিতীয় জাহাজ হিসেবে 'বিএনএস সমুদ্র অভিযান' বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো। বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম বড় জাহাজ সমুদ্রজয়ের সহযোগী হিসেবে থাকবে 'বিএনএস সমুদ্র অভিযান'। অত্যাধুনিক প্রযুক্তির এ জাহাজটির দৈর্ঘ্যে ৩৭৮ ফুট। বাংলাদেশ সরকারের কূটনৈতিক সফলতার ফলেই এরুপ একটি উপহার পেল বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৮৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন