৯২ দিনের মানুষ পুড়িয়ে হত্যা ও ধ্বংসযজ্ঞ মানুষ ভোলেনি
লিখেছেন লিখেছেন আমি অরন্য ২৮ এপ্রিল, ২০১৫, ০৪:৪৯:৩২ বিকাল
খালেদা জিয়া যেভাবে নির্বিচারে মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন, তিনি আবার মানুষের কাছে ভোট চান কিভাবে? কোন মুখে ভোট চান? লজ্জাও তো লাগে। তার মতো জালেম-খুনীর ডাকে জনগণ সাড়া দেবে না। যাদের ন্যূনতম মনুষ্যত্ব, বিবেক ও মানবিকতা রয়েছে তারা কখনই খালেদা জিয়ার নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে ভোট দেবে না, ডাকে সাড়া দেবে না। অবরোধ-হরতালের নামে তিনি যেভাবে দেশের মানুষের সর্বনাশ করেছে, তার ডাকে কখনই মানুষ সাড়া দিতে পারে না, দেবেও না। বরং হত্যার শিকার ও ক্ষতিগ্রস্ত জনগণ প্রতিশোধ নিলে কার বিরুদ্ধে নেবে, সেটিও বিএনপি নেত্রীর ভেবে দেখা উচিত। গত তিন মাসের নাশকতা ও মানুষকে পুড়িয়ে হত্যার দায়ে জনগণ এমনিতেই বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট দেবে না। আর ৯২ দিন ধরে নিজেকে নিজে অবরুদ্ধ রেখে হুকুম দিয়ে বিএনপি নেত্রী যেভাবে মানুষকে হত্যা করিয়েছেন, দেশের সম্পদ বিনষ্ট করেছেন, অবশ্যই এর জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে। এ ছাড়া হাতেনাতে ধরা পড়া নাশকতাকারীরা ছাড়াও নেপথ্যের হুকুমদাতা, অর্থের যোগানদাতা ও চক্রান্তকারীদেরও বিচারের আওতায় আনা হবে। কাউকেই আমরা ছেড়ে দেব না। অন্যায়কারীরা কেউই রেহাই পাবে না। এদের এমন শাস্তি হতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের নাশকতা করার দুঃসাহস আর দেখাতে না পারে।
বিষয়: বিবিধ
৭৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন