জ্বালানি খাতে এখন লাভ করছে বর্তমান সরকার

লিখেছেন লিখেছেন আমি অরন্য ১৪ এপ্রিল, ২০১৫, ০৭:৩৩:৪২ সন্ধ্যা



আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে জ্বালানি তেল কিনে দেশে তা কম দামে বিক্রি করা হয় বলে জ্বালানিতে প্রতি বছর বড় অঙ্কের ভর্তুকি দিতে হয়েছে সরকারকে। তবে জ্বালানি তেলে দেয়া সরকারের ভর্তুকি নেমে এসেছে শূন্যে। গত চার বছরে সরকার বিপিসিকে ভর্তুকি দিয়েছে মোট ৩৩,৪৮০ কোটি টাকা। এর মধ্যে ২০১০-১১ অর্থবছরে ঋণ ও ভর্তুকি বাবদ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)কে দেয়া হয় ৪,০০০ কোটি, ২০১১-১২ অর্থবছরে ৮,৫৫০ কোটি, ২০১২-১৩ অর্থবছরে ১৩,৫৮০ কোটি ও ২০১৩-১৪ অর্থবছরে ৭,৩৫০ কোটি টাকা। তবে চলতি অর্থবছর থেকে কোনো ভর্তুকি দেয়া হচ্ছে না। কারণ জানুয়ারি থেকে প্রতিষ্ঠানটি মুনাফার ধারায় ফিরেছে এবং এখন পর্যন্ত এ ধারা অব্যাহত রয়েছে। জ্বালানি খাতে বিশাল ভর্তুকির কারণে সামষ্টিক অর্থনীতি চাপের মুখে পড়ে। ফলে সংকট মোকাবেলায় সরকার আইএমএফের কাছ থেকে ১ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সুবিধা গ্রহণ করে। জনগণের কাছে আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে তেল বিক্রি করায় বিপিসি এখন মুনাফা করছে। এ লাভের অংশীদার জনগণ। জ্বালানি উন্নয়ন তহবিল গঠন করে সেখানে মুনাফার টাকা রাখলে ভবিষ্যতে তা জ্বালানি খাতের উন্নয়নে ব্যয় করা হবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বর্তমান ধারায় স্থিতিশীল থাকলে বিপিসির আগের ঘাটতি কমিয়ে আনা যাবে। পাশাপাশি কিছু উন্নয়ন প্রকল্পেও হাত দেয়া সম্ভব হবে বলে আশাবাদী বর্তমান সরকার।

বিষয়: বিবিধ

৭০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File