দেশদ্রোহী ফাহাদ এবং তার বাঁশের কেল্লা

লিখেছেন লিখেছেন আমি অরন্য ১৫ মার্চ, ২০১৫, ০৪:৫৭:২১ বিকাল

বাঙ্গালী জাতি সত্তা বিরোধী কর্মকাণ্ডে জড়িত শিবির নেতা ফাহাদ । দেশের স্বাধীনতা সার্ব ভৌমত্ব বিরোধী এই জামাত নেতা ২০০৯ সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস বুকে দেশের সরকার প্রধান , সেনা প্রধান, নৌ প্রধান, বিমান বাহিনী প্রধানকে নিয়ে আজগুবি লেখা অপপ্রচার গুজব মিথ্যাচার করছে। দেশের সংবিধান বিরোধী এই শিবির নেতা পাকিস্থানের আই এস আই, এর সহযোগিতায় দেশে নাশকতা তৈরির যাবতীয় উপাদান সৃষ্টি করেছে। দেশের বিরুধে লিখে লিখে দেশদ্রোহী ফাহাদ মুক্তি যুদ্ধের চেতনা বিরোধী নব প্রজন্ম গড়তে নিরলস ভাবে কাজ করছে। অনুসন্ধানে জানা গেছে ফাহাদ এর পুরপরিবার দেশ বিরোধী কর্ম কাণ্ডে জড়িত। তার বাবা একজন স্বাধীনতা বিরোধী রাজাকার, তার মামা নানারাও পাকি আদর্শ দ্বারা পরিচালিত। ফাহাদ লেখা পড়া করেছেন আলিয়া এবং কউমি মাদ্রাসায় । হাতে খড়ি নিয়েছেন শিবির নামক উগ্রসমাজ বিরোধী সংগঠন থেকে। শিখেছেন বাঙালী কোন জাতি নয়, বাংলা ভাষা কোন ভাষা নয়, বাঙ্গালীর নব বর্ষ কোন উৎসব নয়, ০১ লা ফাল্গুন, নবান্ন উৎসব পৌষ পার্বণ এ গুলো পালন করা হারাম। একটি জাতি কে ভুল পথে চালিত করতে হলে তার কৃষ্টি কালচার ভুলিয়ে দিতে হবে এর পর তার স্বাধীনতা হরন করতে হবে। ১৯৪৮ সালে পাকিস্থান সরকার বলেছিলো উর্দুই হবে বাঙ্গালীর রাষ্ট্র ভাষা । সমস্ত বাঙ্গালী জাতি পাকিদের এই প্রস্তাব মেনে নেয়নি। জামাতি ফেসবুক বাঁশেরকেল্লার দেড় শতাধিক সাইবার যুদ্ধা দেশ বিরোধী অপপ্রচার এ জড়িত। তাদের অতি সত্তর নির্মূল করা না হলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে বলে দেশের সচেতন মহল মনে করে।

বিষয়: বিবিধ

৭৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File