সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে অগ্রাধিকারমূলক সহযোগিতায় যুক্তরাষ্ট্রের বাজেটে বেড়েছে বাংলাদেশের উন্নয়ন সহায়তা

লিখেছেন লিখেছেন আমি অরন্য ০৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:২১:৪৯ দুপুর



যুক্তরাষ্ট্রের বাজেটে বাংলাদেশের জন্য উন্নয়ন সহায়তা বেড়েছে। ২০১৬ অর্থ বছরে বাংলাদেশে উন্নয়ন সহায়তার আওতায় ৯ কোটি ২৯ লাখ ২৩ হাজার মার্কিন ডলার বরাদ্দ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র সরকার। যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৪ অর্থ বছরে এই অর্থের পরিমাণ ছিলো ৮ কোটি ১৫ লাখ ৭৮ হাজার মার্কিন ডলার। ২০১৬ অর্থ বছরে ভারতের জন্য ২৪,৫৩৭ মার্কিন ডলার প্রস্তাব করা হয়েছে, ২০১৪ অর্থ বছরে যার পরিমাণ ছিলো ১৯,০০০ মার্কিন ডলার। তাছাড়া ২০১৬ সালের বাজেটে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারমূলক সহযোগিতার তালিকায় বাংলাদেশ স্থান পেয়েছে। বাংলাদেশ ছাড়াও এ তালিকায় ইন্দোনেশিয়া, নাইজেরিয়া ও এর প্রতিবেশী পশ্চিম আফ্রিকা, ফিলিপিন্স, কেনিয়া ও ইয়েমেনের নাম রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ খাতেও বাংলাদেশের জন্য বরাদ্দ বৃদ্ধি করেছে। ২০১৪ অর্থ বছরে এ খাতে বরাদ্দ ছিল নয় লাখ ৯৬ হাজার মার্কিন ডলার। ২০১৬ অর্থ বছরে তা বাড়িয়ে ১৫ লাখ ডলারে উন্নীত করেছে। সরকারের উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্র সরকারের এমন পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।

বিষয়: বিবিধ

৬৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File