দুর্বৃত্তদের নৃশংস হামলায় দগ্ধ পুলিশ কনস্টেবল শামিমের মৃত্যু

লিখেছেন লিখেছেন আমি অরন্য ০৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:২৬:৫০ সন্ধ্যা



রাজধানীর মৎসভবনের সামনে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ পুলিশ কনস্টেবল শামীম মারা গেছেন। স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। কনস্টেবল শামীম শাহবাগ থানায় কর্তব্যরত ছিলেন। ১৭ জানুয়ারি দায়িত্ব শেষ করে রাজারবাগ পুলিশ লাইনে ফেরার পথে তাদের বাসটিতে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে তিনি দগ্ধ হন এবং মাথায় আঘাত পান। তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। যারা দেশ সেবায় নিজেদের ব্রত রেখে দেশের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে এভাবে সহিংস হামলা করে জীবন ধ্বংস করা হলে সেটা হবে নিষ্ঠুর মানবিকতা। যারা দেশের জন্য অকাতরে নিজেদের জীবন বাজি রেখে, পরিবার পরিজন রেখে দায়িত্ব পালন করে তাদের প্রতি এ ধরণের নৃশংস হামলা কোন ভাবেই কাম্য নয়।

বিষয়: বিবিধ

৯৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File