বর্বরতাকে অতিক্রম করে ডিজিটাল বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার
লিখেছেন লিখেছেন আমি অরন্য ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:১০:৫৬ রাত
বিদ্যুত সরবরাহ ও দেশকে ডিজিটালাইজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসে অমর হয়ে থাকবেন। খালেদা জিয়া এমন হীন কাজ নেই যে তিনি করছেন না। তিনি দেশে আজ নিষ্ঠুরতা ও বর্বরতা চালাচ্ছেন। তার এই নিষ্ঠুরতা ও বর্বরতাকে অতিক্রম করে গণতন্ত্রের পথে ও ডিজিটাল বাংলাদেশ গড়ার যাত্রা অব্যাহত থাকবে। আগামী ৯-১২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫।’ ২০০৮ সালের ১২ ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনা তার ‘ভিশন-২০২১’এ যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন, তখন অনেকে ঠাট্টা-মস্করা করেছিলেন। বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘হারিকেনের আলোয় কম্পিউটার চালাতে হবে।’ কিন্তু বাস্তবে বেগম জিয়ার রেখে যাওয়া অন্ধকার বাংলাদেশ বিদ্যুতের আলো এবং কম্পিউটার দুটোই পেয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে আলোর পথে যাত্রা ভেস্তে দিতে বেগম খালেদা জিয়া এমন হীন কাজ নেই, যা করছেন না। তা সত্ত্বেও সরকার গণতন্ত্রের প্রতি অঙ্গীকার থেকে চুল পরিমাণ বিচ্যুত হয়নি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বর্তমান সরকার প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে। খালেদা জিয়ার নিষ্ঠুরতা-বর্বরতা অতিক্রম করে ডিজিটাল বাংলাদেশের কাজ এগিয়ে চলছে। এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে সফট এক্সপো, ই-গবর্ন্যান্স এক্সপো, মোবাইল ইনোভেশন এক্সপো, ই-কমার্স এক্সপো ও বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট কনফারেন্স নিয়ে মোট ৫টি প্রদর্শনী, সেমিনার, কর্মশালা ছাড়াও আইটি জব ফেয়ার, সিইও নাইট এবং এ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত হবে। সরকারের এ প্রচেষ্টা অব্যাহত থাকলে দেশ অবশ্যই সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে তাতে কোন সন্দেহ নেই।
বিষয়: বিবিধ
৭৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন