মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী মাটি ও মানুষের শান্তি প্রতিষ্ঠায়ই ক্ষান্ত হয়নি, বিদেশের মাটিতেও সুনাম কুড়িয়েছে। এই সেনাবাহিনী বিশ্বে এখন শান্তি ও সমৃদ্ধির প্রতীক
লিখেছেন লিখেছেন আমি অরন্য ২৬ ডিসেম্বর, ২০১৪, ০৫:১৫:৫৬ বিকাল
মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের সেবায় নিঃস্বার্থভাবে কাজ করতে সেনাবাহিনীর প্রতিটি সদা প্রস্তুত। সুমহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সেনাবাহিনী আমাদের সকলের গর্ব ও অহঙ্কার। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের সম্মান রক্ষা করাই হবে সেনা সদস্যদের জীবনের প্রধান ব্রত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁরা সদা প্রস্তুত। নিঃস্বার্থভাবে দেশ ও জনগণের সেবা করাই তাদের জীবনের প্রধান ব্রত। আর এই কাজে কখনই পিছপা হয়নি তারা। দেশে-বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের গৌরবোজ্জ্বল ভূমিকা সর্বমহলে প্রশংসনীয়। এই বাহিনী দক্ষ ও পেশাদারিত্বের জন্য সকল মহলের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশ্বের যে কোন এলাকার জনগণ বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে জানে। সেনাবাহিনীর সদস্যগণ দেশের জনগণেরই একটি অংশ। এই বাহিনী গণমানুষের সুখ-দুঃখ এবং হাসিকান্নার অংশীদার। সেনাবাহিনী সব সময় দেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সেনাবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপুর্ন। দেশে শান্তি প্রতিষ্ঠা, সড়ক, ফ্লাইওভার, অবকাঠামো নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণ ও ট্রাফিক জ্যাম নিরসন, হাতিরঝিল প্রকল্প বাস্তবায়ন, ভোটার তালিকা প্রণয়ন ও মেশিন রিডেবল পাসপোর্ট তৈরিতে সেনাবাহিনীর দক্ষতা ও সাফল্যের বিষয়টি প্রণিধানযোগ্য। এই বাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও সুনাম কুড়িয়েছে। জাতিসংঘের মিশনে বাংলাদেশ সর্বোচ্চসংখ্যক সৈন্য পাঠিয়ে বিশ্বশান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে কোন মূল্যে এ সেনাবাহিনীর সুনাম রক্ষায় যথাযথ ভূমিকা পালন করতে হবে।
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন