শুল্ক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষে চট্টগ্রাম কাস্টমসে পিসিইউ স্থাপনের সিদ্ধান্ত বর্তমান সরকারের

লিখেছেন লিখেছেন আমি অরন্য ১২ ডিসেম্বর, ২০১৪, ০৪:০০:৪৩ বিকাল

শুল্ক ব্যবস্থাপনার আধুনিকায়নের অংশ হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউসে পোর্ট কন্ট্রোল ইউনিট (পিসিইউ) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক পণ্য চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে পোর্ট কন্ট্রোল ইউনিট (পিসিইউ) গঠন করা হয়েছে। আগামী বছরের ৫ জানুয়ারি থেকে পিসিইউ কাজ শুরু করবে। মূলত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি করা প্রতিটি কন্টেইনারের গতিবিধির ওপর লক্ষ রাখবে পোর্ট কন্ট্রোল ইউনিট। এ জন্য আন্তর্জাতিক কাস্টমস সংস্থার কন্টেইনার কন্ট্রোল প্রোগ্রামের সহায়তা নেওয়া হবে। এছাড়া দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে আগাম তথ্য বিনিময় করবে পিডিইউ। অন্যদিকে কাস্টমস্ ব্যবস্থাপনায় অটোমেশন কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ত্বরান্বিত করার উদ্যোগও নিয়েছে এনবিআর। আন্তর্জাতিক চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশ কাস্টমসকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ১৯৬৯ সালের কাস্টমস আইন সংশোধন করার ব্যবস্থা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আইএফসির সহায়তায় শুল্ক আইন সংশোধন করা হচ্ছে। প্রস্তাবিত সংশোধনীতে পণ্য আমদানি ও রপ্তানিতে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় তথ্য সংগ্রহ, জমা ও কার্যক্রম পরিচালনাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ ইউনিট কাজ শুরু করলে শুল্ক ফাঁকি ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি-রপ্তানি কমবে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়: বিবিধ

৮৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File